Suvendu Adhikari : “তৃণমূল নেতার মাথায় ছাতা ধরেছেন পুলিশকর্মী”, ভিডিও শেয়ার করে কটাক্ষ শুভেন্দুর

Suvendu Adhikari : "তৃণমূল নেতার মাথায় ছাতা ধরেছেন পুলিশকর্মী", ভিডিও শেয়ার করে কটাক্ষ শুভেন্দুর

তৃণমূল নেতাদের মাথায় ছাতা ধরছেন রাজ্যের পুলিশ কর্মীরা! রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে টুইটারে ভিডিও শেয়ার করে তেমনই অভিযোগ এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। যদিও GNE Bangla-র তরফে ভিডিও সত্যতা যাচাই করা হয়নি।

শুভেন্দু অধিকারীর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, বৃষ্টির মধ্যে এক ব্যক্তি মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। আর সেই সময়ে বক্তৃতারত ব্যক্তির মাথায় ছাতা ধরে আছেন খাকি পোশাক পরিহিত এক ব্যক্তি। বিরোধী দলনেতার অভিযোগ, বক্তব্য দেওয়া ব্যক্তিটি পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের টিএমসি ট্রেড ইউনিয়ন নেতা প্রভাত চট্টোপাধ্যায় এবং খাকি পোশাকে ব্যক্তিটি একজন পুলিশ কর্মী।

আরও পড়ুন:  Suvendu Adhikari : লক্ষ্মীর ভাণ্ডারে ২ হাজার টাকার ঘোষণা, ভোট পেতে ‘মমতা’ই ভরসা শুভেন্দুর

ভিডিওটি শেয়ার করে শুভেন্দু লিখেছেন, “ভিডিওতে দেখুন, একজন পুলিশকর্মী ছাতা ধরে আছেন, যখন পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের টিএমসি ট্রেড ইউনিয়ন নেতা প্রভাত চট্টোপাধ্যায় মঞ্চে রাজনৈতিক ভাষণ দিচ্ছেন।” তাঁর কটাক্ষ, “আরও এক উদাহরণ, যাতে বোঝা যাচ্ছে মমতা পুলিশ কতটা পক্ষপাতদুষ্ট।” নির্বাচনী আচরণবিধি জারি থাকা অবস্থায় এই ঘটনা ঘটেছে বলে দাবি করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছে বিজেপি বিধায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ