Elephant: সব শেষ! দাঁতালের দাপটে মাথায় হাত কৃষকের

Elephant: সব শেষ! দাঁতালের দাপটে মাথায় হাত কৃষকের

তান্ডব দাঁতাল দলের। কয়েক বিঘা আলুর জমি ও ধান জমিতে রীতিমত দাপিয়ে বেড়াল ৫০ থেকে ৫৫টি হাতির একটি দল। এদিকে জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় আতঙ্কিত এলাকার কৃষকরা। ইতিমধ্যেই বনদফতরের তরফে ওই হাতির দলের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের শিলাবতী নদী পেরিয়ে বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগে প্রবেশ করে হাতির দলটি। এরপর বাঁকুড়ায় প্রবেশ করে হাতির দলটি বাঁকাদহ হয়ে জয়পুর, বিষ্ণুপুর ও বাসুদেবপুর জঙ্গল হয়ে দ্বারকেশ্বর নদ পার হয়। শনিবার সূর্যের আলো ফুটতেই বাঁকুড়া উত্তর বনবিভাগে প্রবেশ করে ৫০-৫৫ টি হাতির দল।

এই মুহুর্তে সোনামুখী রেঞ্জের খয়রাশোল করঞ্চমনি মৌজায় রয়েছে দলটি। বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগ থেকে উত্তর বনবিভাগের জঙ্গলে যাওয়ার পথে বিভিন্ন এলাকায় বেশ কয়েক বিঘা আলুর জমি ও ধান জমিতে পড়ে থাকা ধানের দফারফা করেছে হাতির দলটি ।

এ দিকে, এলাকায় হাতির দল ঢুকে পরায় বেশ চিন্তিত ও আতঙ্কিত এলাকার কৃষকরা। বনদফতরের তরফ থেকে হাতির দলের দিকে বিশেষ নজরদারি রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ