TMC: ‘বিদায়’ চেয়ে পোস্ট তৃণমূল বিধায়কের, চাঞ্চল্য দলের অভ্যন্তরে

TMC: 'বিদায়' চেয়ে পোস্ট তৃণমূল বিধায়কের, চাঞ্চল্য দলের অভ্যন্তরে

 

ফেসবুকে ‘বিদায়’ চেয়ে পোস্ট করলেন হাওড়ায় উদয়নারায়ণপুরের তৃণমূল (TMC) বিধায়ক সমীরকুমার পাঁজা। একই পোস্টে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান জানিয়েছেন তিনি। তাঁর তাৎপর্যপূর্ণ পোস্টকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তৃণমূলের (TMC) অভ্যন্তরে।

ফেসবুক পোস্টে তৃণমূল বিধায়ক লিখেছেন, “হ্যাঁ, আমার এই মহান নেত্রী আছেন বলেই, আমি আজও তৃণমূল দল ছেড়ে যাইনি। কারণ কত ঝড়ঝাপটা পেরিয়ে, নানান ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থেকে ৩৮টা বছর মহান এই নেত্রীর সঙ্গে এক জন সৈনিক হিসাবে কাজ করতে করতে এখন বড়ই বেমানান লাগছে নিজেকে। কারণ আজ অবধি মিথ্যা নাটক করে দলীয় নেতৃত্বের কাছে ভাল সেজে একটা মেকি লিডার হতে চাই না আমি। আমার মতো অবিভক্ত যুব কংগ্রেসের আমল থেকে যারা আছে, তারা আদৌ কোনও গুরুত্ব পাচ্ছে কি বর্তমানে?… আমার যাওয়ার সময় হল, দাও বিদায়!”

আরও পড়ুন:  “শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ” করানোর হুমকি কুনাল ঘোষের

স্বাভাবিক ভাবেই এই নাটকীয় বিদায় চাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। পোস্টে দলীয় নেতৃত্বের প্রতি তাঁর ক্ষোভও স্পষ্ট। সাম্প্রতিক সময়ে বিভিন্ন চাকরি দুর্নীতি, কয়লা দুর্নীতি কান্ডে একের পর এক তৃণমূল নেতার গ্রেপ্তারি, সিবিআই-ইডি-আদালত মিলিয়ে সাঁড়াশি চাপে রাজ্যের শাসক দল। দলের তরফে কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে পাল্টা আক্রমণের রননীতি নেওয়া হয়েছে। যদিও জনমানসে তা কতটা সদর্থক প্রভাব ফেলবে তা নিয়ে সন্নিধান দলেরই একাংশ। সেই পরিস্থিতিতে দলের প্রারম্ভকালীন সময়ের এক নেতার এই রূপ প্রকাশ্যে মুখ খোলা নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ