চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

একাধিক দাবিতে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শহরের টোটোচালকদের। জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে দাবি সম্বলিত ডেপুটেশনও জমা দেন তাঁরা।

টোটোচালকদের দাবি, টোটোর ব্যাটারি চার্জের জন্য স্বল্প মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে, টোটোচালকদের দুর্ঘটনা জনিত বীমা সহ সামাজিক সুরক্ষা দিতে হবে, টোটোচালকদের পরিবহন শ্রমিকের স্বীকৃতি দিতে হবে। সেই সঙ্গে অযথা প্রশাসনিক বিধিনিষেধ ও হয়রানি বন্ধের দাবিও জানানো হয়েছে টোটোচালকদের তরফে।

জনপ্রিয় খবর:  Paschim Medinipur : সাবমারসিবল পাম্প, মিনি মাস্ট লাইট ও রাস্তার উদ্বোধন দিলীপ ঘোষের