Abhijit Gangopadhyay : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ! হারালেন নিয়োগ দুর্নীতির সব মামলা

Abhijit Gangopadhyay : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ! হারালেন নিয়োগ দুর্নীতির সব মামলা

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা থেকে অপসারিত হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে।

প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি, এসএসসি সহ একাধিক মামলা কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিচারাধীন ছিল। গত বছরের সেপ্টেম্বর মাসে একটি জনপ্রিয় বাংলা সংবাদমাধ্যমে বিচারপতি গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকার দেন। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের দৃষ্টি আকর্ষণ করেন। অভিযোগ, বিচারাধীন বিষয় নিয়ে সাংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া হয়েছে। এরপরেই কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আগামী শুক্রবারের মধ্যে সাক্ষাৎকার নিয়ে হলফনামা তলব করে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:  Justice Abhijit Gangopadhyay : “বিচারাধীন বিষয়ে কথা বলা উচিৎ হয়নি”, সাক্ষাৎকার নিয়ে মন্তব্য বিকাশরঞ্জন ভট্টাচার্য

এইদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতির মামলার শুনানি থেকে সরিয়ে অন্য বিচারপতিকে দায়িত্ব দিক, এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠে গেল মামলাগুলির পরবর্তী শুনানি নিয়ে৷ একই সঙ্গে নিয়োগ দুর্নীতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আদেশে গিয়েছে অনেক চাকরি। চাকরিহারাদের মামলাগুলি এখন সুপ্রিম কোর্টে৷ সুপ্রিম কোর্টের শুক্রবারের নির্দেশের পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আদেশগুলির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ