মমতার দিন শেষ! দুই ফুলকে উপড়ে ফেলতে বাংলায় আসছে আমি আদমি পার্টি

মমতার দিন শেষ! দুই ফুলকে উপড়ে ফেলতে বাংলায় আসছে আমি আদমি পার্টি

এবার আম আদমি পার্টি (Aam Aadmi Party) আসতে চলেছে বাংলায়। কেজরিওয়ালের নামে পোস্টার পড়তেই রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। এবার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে চোখ আছে অরবিন্দ কেজরিওয়ালের দলের । কলকাতায় ‘পদার্পণ যাত্রা’ এর আয়োজন করল আম আদমি পার্টি। আজ বিকেল ৪টেয় গিরিশ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গে আম আদমি পার্টির মুখপাত্র নাজির হোসেন সরকার বলেন, “পঞ্জাবের(Punjab)ঐতিহাসিক জয়ের জন্য এই পদার্পণ যাত্রার আয়োজন করা হয়েছে। পাশাপাশি আগামী দিনে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনেও আমরা প্রার্থী দিতে চলেছি। এই কারণগুলিকে সামনে রেখেই মিছিলের আয়োজন করা হয়েছে ।

আরও পড়ুন:  শুভেন্দু অধিকারী একজন ব্র্যান্ডেড ডাকাত – বললেন অখিল গিরির পুত্র

” ৫ রাজ্যের ফলাফল ঘোষণার পর পঞ্জাব দখল ও গোয়ায় আধিপত্য বিস্তারের পর আপ নেতৃত্ব উচ্ছাসিত। আগামী বছর, ২০২৩-এ বাংলার পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছে আম আদমি পার্টি।

‘ঝাড়ু’ প্রতীক নিয়ে বাংলায় সদস্যপদ গ্রহণের কাজ অনেক আগে থেকে শুরু করেছিল অরবিন্দ কেজরিওয়ালের দল। এরইমধ্যে প্রতিটি জেলায় কমিটি গঠন করা শুরু হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে সদস্যপদ গ্রহণের জন্য পোস্টার এবং নানা ধরনের ক্যাম্প করাও শুরু হয়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনের দিকেই নজর কেজরিওয়ালের পার্টির। এবার পঞ্জাব জয় ও গোয়ায় ভালো আসন দখল তাঁদের যে বাড়তি সাহস জোগালো।

আরও পড়ুন:  Jhargram: “তৃণমূলের ডিএনএ-তে গন্ডগোল, ডিএনএ অসম্মানের”, আক্রমণ সুকান্ত মজুমদারের

ফলে এবার বাংলায় আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেন দক্ষিণ দিনাজপুর জেলা আম আদমি পার্টির ইনচার্জ মৃত্যুঞ্জয় বসাক। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এরফলে তৃণমূল চাপের মুখে পড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ