Vidyasagar University : রেজিস্ট্রারের বিরুদ্ধে ডেপুটি রেজিস্ট্রারের অভিযোগ, ডেপুটেশন অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের

Vidyasagar University : রেজিস্ট্রারের বিরুদ্ধে ডেপুটি রেজিস্ট্রারের অভিযোগ, ডেপুটেশন অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন ডেপুটি রেজিস্ট্রার অমলকুমার ভুঁইয়া। অমলবাবুর অভিযোগ, তাঁকে নিয়মিত জাতপাত তুলে অপমান করছেন রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দী। একাধিকবার বিভিন্ন সময়ে বিভিন্ন উপাচার্যের দ্বারস্থ হয়েছেন এবং মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি। কিন্তু প্রতিকার না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে বুধবার অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের পক্ষ থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আসেন প্রতিনিধিরা। ভাইস চ্যান্সেলর সুশান্ত কুমার চক্রবর্তীর কাছে একটি ডেপুটেশন জমা দেন প্রতিনিধিরা। প্রতিনিধি দলে ছিলেন দলিত সাহিত‌্য অ‌্যাকাডেমির চেয়ারম‌্যান তথা বিধায়ক বিধায়ক মনোরঞ্জন ব‌্যাপারী, পরিষদের কার্যকরী সভাপতি মুকুল চন্দ্র বৈরাগ‌্য প্রমুখরা।

নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য বলেন, “আমরা এখানে এসে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। আমাদের ভাইস চ্যান্সেলর জানান, অমল বাবুর উপরে যে অত্যাচার হয়েছে, তার লিখিত কাগজ তিনি পেয়েছেন। তিনি চেষ্টা করছেন সমাধান করার জন্য। কিন্তু জয়ন্ত কিশোর নন্দী খুব ক্ষমতাবান লোক। তিনি এতটাই ক্ষমতাবান যে, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারেরও ক্ষমতা নেই এই সমস্যার সমাধান করার। তাই পুরো বিষয়টি তিনি এক্সিকিউটিভ কাউন্সিলকে জানিয়েছেন। এবং তদন্ত চলছে।”

আরও পড়ুন:  Paschim Medinipur : কোতোয়ালি থানা সহ জেলা পুলিশে একগুচ্ছ রদবদল

তিনি আরও বলেন, “অমলবাবু পুরো বিষয়টি নিয়ে খুব আতঙ্কিত। তাঁকে মারার জন্য তাঁর বাড়ির চারপাশে ১০-১২ জন যুবক মুখে কাপড় বেঁধে বাইক নিয়ে ঘোরাঘুরি করছে। পাশাপাশি ঐ যুবকেরা অমলবাবুকে ধমকাছে, এই মামলা তুলে না নিলে মেরে ফেলবে।” তিনি বলেন, “পুরো বিষয়টি দিল্লিতে জানিয়েছি। দিল্লীর এসসি কমিশন থেকে গতকাল ভাইস চ্যান্সেলারের কাছে চিঠি এসেছে। আমরা রাজ্যপালের কাছে এই বিষয়টি নিয়ে যাবো।” মনোরঞ্জন ব‌্যাপারী বলেছেন, জাতিবিদ্বেষী মন্তব‌্যের জেরেই এই বিশ্ববিদ‌্যালয় চুনী কোটালকে হারিয়েছিল। দ্বিতীয় চুনী কোটাল তাঁরা কাউকে হতে দেবেন না।

আরও পড়ুন:  Garbeta : বকেয়া বিল সহ একাধিক দাবিতে ডেপুটেশন অঙ্গনওয়ারী কর্মীদের

অন্যদিকে নমঃশূদ্র বিকাশ পরিষদের প্রতিনিধিদের উপস্থিতিতেই পাল্টা অমলবাবুর বিরুদ্ধে অধঃস্তন কর্মীদের প্রতি জাতিবিদ্বেষী ও অপমানজনক মন্তব‌্যের অভিযোগ তুলে প্রশাসনিক ভবনের সামনে গল‌ায় পোষ্টার ঝুলিয়ে অবস্থানে বসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের একাংশ। এর আগে কর্মচারীদের দায়িত্ববন্টন ইস‌্যুতে নিজের সরকারী নোটশিটে দুই মহিলাকর্মীর সম্পর্কে বিতর্কিত মন্তব‌্য করার অভিযোগ উঠেছিল অমলবাবুর বিরুদ্ধে। শিক্ষাকর্মী ইউনিয়নের নেতা সুশান্ত কুমার ঘোড়ইয়ের অভিযোগ, “অমলবাবুই অধঃস্তন কর্মী থেকে শুরু করে মহিলাদের নানাভাবে অপমান করেছেন। তার প্রমাণও আছে। সেই অভিযোগ থেকে গাঁ বাঁচাতেই জাতিবিদ্বেষী মন্তব‌্যের অভিযোগ তুলে নিজেকে বাঁচাতে চাইছেন।”

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ