পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিজেপি-তৃণমূল সংঘর্ষের অভিযোগ, আহত এক

রাজ্যে আসন্ন পৌরভোট। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাজনৈতিক দলগুলোর তরফে প্রচার চলছে। এরই মাঝে পতাকা ও ব্যানার লাগানোকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ড। সংঘর্ষ বাধলো তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে।

আরও পড়ুন:  পঞ্চায়েত ভোটে বিজেপিকে জেতালেই পৃথক রাঢ়বঙ্গ রাজ্যের দাবি, জানালেন বিজেপি বিধায়ক

বিজেপির তরফে অভিযোগ, চন্দ্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুদীপ কুশারীর সমর্থনে বিজেপি কর্মীরা ওয়ার্ডে পতাকা, ব্যানার লাগাতে গেলে তৃণমূল কর্মীরা তাঁদের উপর চড়াও হন। দলীয় পতাকা হাতে প্রচারে বাধা দেওয়া হয়। অভিযোগ, বিজেপি কর্মীরা এর প্রতিবাদ করলে ১৪-১৫ জন বিজেপি কর্মীকে মারধর করেন জনা চল্লিশ তৃণমূল কর্মী।

আরও পড়ুন:  বিজেপির অরুণ হালদার এসসি কমিশনের ডেপুটি চেয়ারম্যান, অখিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার বার্তা

বিজেপি প্রার্থী সুদীপ কুশারী খবর পেয়ে এলাকায় আসেন ও আহত এক বিজেপি কর্মীকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠান বলে জানা গিয়েছে। এলাকায় উত্তেজনার পরিবেশ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ