Mohunbagan SG: কেন অপ্রতিরোধ্য লাগছে মোহনবাগানকে

Mohunbagan SG: কেন অপ্রতিরোধ্য লাগছে মোহনবাগানকে

দশম আইএসএলের(ISL) শুরুতেই অপ্রতিরোধ্য লাগছে মোহনবাগানকে(Mohunbagan)। ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা দারুন ভাবে করেছে মোহনবাগান। এখনো পর্যন্ত তিনটি ম্যাচ খেলে, তিনটিতেই জয় তুলে নিয়ে লিগ টেবিলের প্রথমে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে রয়েছে গতবারের লিগশিল্ড জয়ী মুম্বাই সিটি এফসি।

মোহনবাগান যে দৌড় শুরু করেছে, তাদের দৌড় থামাবার মতো কোন দলকেই দেখতে পাওয়া যাচ্ছে না। অসাধারন ফুটবল খেলছে দলটা। মোহনবাগানের খেলা দেখে মনে হচ্ছে যেন কোন বিদেশি ক্লাবের খেলা দেখছি। আক্রমন ভাগের অসাধারন বৈচিত্র দেখা যাচ্ছে খেলার মধ্যে। আক্রমন ভাগের চার জন প্লেয়ার হুগো, সাহাল, দিমিত্রি এবং জেসন কামিংস প্রতিনিয়ত নিজেদের মধ্যে জায়গা বদল করে খেলছে। ফলে বিপক্ষ দলের রক্ষণ ভাগের ফুটবলার তাদের ম্যান মার্কিং করতে পারছে না।

আরও পড়ুন:  Mohunbagan SG: সাদিকুকে নিয়ে আশাবাদী মোহন-কোচ, দিলেন দরাজ সার্টিফিকেট

সাথে রয়েছে দুর্ভেদ্য রক্ষণ। আগের বার সবুজ মেরুনের গোল রক্ষক বিশাল কয়েথ ক্লিন শিটের নজির গড়েছিল। নিজের নামের পাশে ১২ টি ক্লিন শিট রেখে গোল্ডেন গ্লাভ পেয়েছিলেন। আনোয়ার আলি, ব্রেন্ডন হ্যামিল এবং হেক্টর ইউস্তে যথেষ্ট ভরসা দিচ্ছে মোহনবাগান রক্ষণকে। তাদের সাথে রয়েছে অভিজ্ঞ বাঙ্গালি ডিফেন্ডার শুভাশিস বোস এবং আশিস রাই। এখনো পর্যন্ত ৪৫ টি ইন্টারসেপশন করেছে। যা অন্যান্য দল গুলোর তুলনায় অনেক এগিয়ে। ৫৬ টি ক্লিয়ারেন্স করে তিন নম্বরে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট(Mohunbaga SG)। মোহনবাগান এখনো পর্যন্ত ৮টা গোলের সুযোগ তৈরি করে দ্বিতীয় স্থানে রয়েছে। মোহনবাগানের উইঙ্গাররা ১৪ টি ক্রস করে তৃতীয় স্থানে রয়েছে। ৭ টা গোল করে সর্বচ্চো স্থানে রয়েছে মোহনবাগান‌। ৬০.৬ শতাংশ বল পজিসন রেখে খেলছে মোহনবাগান, যা অন্যান্য দল গুলোর থেকে অনেক এগিয়ে। এই পরিসংখ্যান বলে দিচ্ছে মোহনবাগান কেনো অপ্রতিরোধ্য!

আরও পড়ুন:  Mohunbagan SG: সাদিকুকে নিয়ে আশাবাদী মোহন-কোচ, দিলেন দরাজ সার্টিফিকেট

কৌশলে বদল এনেছে বাগান কোচ ফেরান্দো(Juan Ferrando)। রক্ষণে তিন জন প্লেয়ার রেখে দল সাজাতে দেখাচ্ছে। ফলে মাঝমাঠ এবং আক্রমন ভাগে খেলোয়াড় বাড়িয়ে অনেক বেশি চাপ দিচ্ছে মোহনবাগান।প্রয়োজনে উইং ব্যাকরাও নিচে নেমে এসে রক্ষণকে সাহায্য করছে। এই কৌশল বদলের ফলে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমন ভাগের মধ্যে বৈচিত্র দেখা যাচ্ছে। ফলে খেলাটাও দৃষ্টিনন্দন লাগছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ