Madhyamik Result : প্রথম দশে একই স্কুলের ১৩ জন, মালদা জেলায় ২১ জন মেধাতালিকায়

Madhyamik Result : প্রথম দশে একই স্কুলের ১৩ জন, মালদা জেলায় ২১ জন মেধাতালিকায়

শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৩ সালের ফলাফল। প্রথম দশে স্থান পেয়েছে মোট ১১৮ জন। নজরকারা ফলাফল মালদা জেলার। শুধুমাত্র মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ১৩ জন পড়ুয়া প্রথম দশে। মালদা জেলা থেকে মোট ২১ জন পড়ুয়া স্থান করে নিয়েছে মেধাতালিকায়।

এবারের মাধ্যমিকের মেধাতালিকায় একই স্কুলের ১৩ জন পড়ুয়া প্রথম দশে। মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে ৬৯১ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় হয়েছে রিফাত হাসান সরকার। ৬৯০ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে মাহির হোসেন, স্বরাজ পাল, অর্ঘ্যদীপ সাহা, মহম্মদ সরবর ইমতিয়াজ। ৬৮৭ পেয়ে ষষ্ঠ হয়েছে একই স্কুলের রায়হান আবেদিন, ঋদ্ধিশ দাস। ৬৮৬ নম্বর পেয়ে সপ্তম এসকে আয়ান রসিদ, এমডি ফহিম অনীশ। অষ্টম স্থানে আরণ্য লালা, দেবকুমার মিশ্র। প্রাপ্ত নম্বর ৬৮৫। ৬৮৩ পেয়ে দশম অনুব্রত ঘোষ, অঙ্কিত মণ্ডল। উল্লিখিত প্রত্যেকেই মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র।

এছাড়া আরও ৮ জন মালদহ থেকে প্রথম দশে স্থান পেয়েছে। পঞ্চম স্থানে এসি ইনস্টিটিউশনের শুভ্রজিৎ দেব ও চঞ্চল রানি দাক্ষায়ণী গার্লস হাই স্কুলের অনুশ্রেয়া দাস। সপ্তম স্থানে মোজামপুর হাই স্কুলের গোলাম মাসুদ বিশ্বাস। অষ্টম স্থানে সুজাপুর হাই স্কুলের ফারহিন আখতার ও আফিয়া আকিলা। দশম স্থানে সুজাপুর হাই স্কুলের সৌম্যা সুলতানা, নজিরপুর হাই স্কুলের মেহফুজ আলম ও এসি ইনস্টিটিউশনের সাগ্নিক বক্সী। মালদহের সুজাপুর হাইস্কুলের ৩ জন ও এসি ইনস্টিটিউশনের ২ জন পড়ুয়া মেধাতালিকায় জায়গা করে নিয়েছে। সবমিলিয়ে মালদহ থেকে ২১ জন পড়ুয়া এবারের মাধ্যমিকের মেধাতালিকায়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ