TMC Delhi : দিল্লির প্রতিবাদ! বৃহস্পতিবার রাজভবন অভিযান, প্রতিবাদ মমতার

TMC Delhi : দিল্লির প্রতিবাদ! বৃহস্পতিবার রাজভবন অভিযান, প্রতিবাদ মমতার

মঙ্গলবার রাতে দিল্লিতে কৃষি ভবনঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের অবস্থানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হল। অবস্থানরত তৃণমূলের নেতা মন্ত্রীদের কার্যত টেনেহিঁচড়ে চ্যাঙদোলা করে প্রিজন ভ্যানে তুললো দিল্লি পুলিশ। অভিষেক সহ নেতামন্ত্রীদের আটক করা হল মুখার্জি নগর থানায়। পরে রাতে ছাড়া হল তাঁদের। এই ঘটনার প্রতিবাদে কলকাতায় রাজভবন অভিযানের ডাক দিয়েছেন অভিষেক। নিজের এক্স হ্যান্ডেলে দিল্লির ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:  Abhishek Banerjee : ইডিকে চ্যালেঞ্জ অভিষেকের! সমনে সাড়া দিচ্ছেন না, থাকবেন দিল্লিতে

দিল্লিতে হেনস্থার অভিযোগ এনেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় রাজভবন অভিযানের ডাক দিয়েছেন তিনি। বৃহস্পতিবার দিন বেলা ৩টের সময় রাজভবন অভিযান করা হবে বলে ঘোষণা করেছেন অভিষেক। দিল্লির ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোষ্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।


মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেনে, “গণতন্ত্রের জন্য অন্ধকার ও লজ্জাজনক দিন। বাংলার জনগণের প্রতি বিজেপির ঘৃণা, দরিদ্রদের অধিকারের প্রতি তাদের অবজ্ঞা প্রকাশ পেয়েছে। গণতন্ত্রের মূল্য সম্পূর্ণ লুন্ঠিত হয়েছে।” বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে রাজ্যের প্রতিনিধিরা রাজঘাট ও কৃষিভবনে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ এনেছেন তিনি৷ মমতার আরও অভিযোগ, বিজেপির শক্তিশালী হাত হিসাবে দিল্লি পুলিশ কাজ করেছে৷ জনপ্রতিনিধিদের সঙ্গে অপরাধীদের মতো ব্যবহার করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, “কিন্তু আমরা ভয় করব না ভয় করব না, দু বেলা মরার আগে মরব না, ভাই, মরব না।”

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ