শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার

এক দিকে সৌজন্যের রাজনীতি দেখছে বাংলার মানুষ! আর তা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে তোপ পাল্টা হুঁশিয়ারিও জারি রয়েছে। আর এর মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সমন পাঠাল আলিপুর আদালত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। আর সেই মামলার সমনই শুভেন্দু অধিকারীকে পাঠালো কাঁথি থানার পুলিশ।

আরও পড়ুন:  “মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করেই ছাড়ব,চোরেদের তাড়াতেই হবেে”-শুভেন্দু অধিকারী

অভিযোগ, ২০২১ সালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন,’অমিত বন্দ্যোপাধ্যায়ের একটি রঙের কারখানা থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন’। এক্ষেত্রে বিজেপি বিধায়কের নিকট নোটিশ পাঠিয়ে তাঁকে ক্ষমা চাওয়ার জন্য বলা হলেও কোনো রকম উত্তর আসেনি বলে দাবি করেন অমিত ব্যানার্জী এবং এরপরেই তিনি মানহানির মামলা করেন শুভেন্দুর বিরুদ্ধে।

আরও পড়ুন:  “শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ” করানোর হুমকি কুনাল ঘোষের

এই মামলায় আগামী ১ লা ডিসেম্বর আলিপুর আদালতে হাজিরা থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিরোধী দলনেতাকে। এখন দেখার, এই মামলায় শুভেন্দুর তরফ থেকে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ