Breaking news 18/5/2022 12:30 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 18/5/2022 12:30 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* ভোট পরবর্তী সন্ত্রাসে কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলার তদন্তে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব করে সিবিআই। সেই নির্দেশ মেনেই বুধবার সাড়ে দশটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন পরেশ পাল। কতক্ষণ জেরা করা হয় তাঁকে, বেরিয়ে কী বলবেন, সেদিকে নজর সকলের। 

* উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা, মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়বে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বিভিন্ন জেলায় আজ আকাশ আংশিক মেঘলা থাকবে ও সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

* এসএসসি দুর্নীতি মামলায় কাঠগড়ায় মন্ত্রী পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে। গতকাল রাত আটটার মধ্যে তাঁকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের তরফে। কিন্তু রাজ্যে শিক্ষা প্রতিমন্ত্রী এলেন না। উলটে জানা গেল, মেয়ে অঙ্কিতাকে নিয়ে পদাতিক এক্সপ্রেসে শিয়ালদহ স্টেশনের উদ্দেশে রওনা দিয়েও বুধবার সকালে ট্রেন কলকাতায় পৌঁছলেও দেখা মিলল না তাঁদের।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২১/১১/২০২২

* গুজরাত বিধানসভা ভোটের খুব দেরি নেই৷ বিগত ২০ বছর ধরে বিজেপির অধীনে থাকা গুজরাত দখলের লড়াইয়ে ঘর গোছাতে নেমে পড়েছে পড়েছে কংগ্রেস। এই অবস্থায় কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি হার্দিক প্যাটেল কংগ্রেস থেকে ইস্তফা দিলেন। টুইটে তিনি লিখেছেন, ‘আজ আমি সাহসের সঙ্গে কংগ্রেস পার্টির পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি। আমি নিশ্চিত যে আমার সিদ্ধান্তকে আমার সমস্ত সহকর্মী এবং গুজরাটের জনগণ স্বাগত জানাবে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৮/১১/২০২২

* ১৮ ফুটের বেশি দৈর্ঘ্যের দাড়ি রেখে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করার লক্ষ্যে বাইশ বছর ধরে দাড়ি রাখছেন মুর্শিদাবাদের ভগবানগোলা থানার দিয়ার ফতেপুরের বাসিন্দা ফকির মহম্মদ জবিরুল শেখ । সযত্নে রাখা সেই দাড়ির দৈর্ঘ্য এখন ৮ ফুট ছাড়িয়েছে। এই লক্ষ্য পূরণ হলে তবেই দাড়ি কাটবেন। জবিরুল জানিয়েছেন, দাড়ির রেকর্ডের স্বপ্ন নিয়েই বেঁচে আছেন তিনি। বিয়ে থা করেননি সেজন্যেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ