Breaking news 8/8/2022 4 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 8/8/2022 4 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

আজ গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এবারও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই সিবিআই হাজিরা এড়িয়েছেন বীরভূম জেলা তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ এই নেতা। সূত্রের খবর, কাশির সমস্যা, মাথা ও ঘাড়ে যন্ত্রণার পাশাপাশি ফিসচুলার পুরনো সমস্যাও ফের মাথাচাড়া দিয়েছে বলে জানান তৃণমূলের দাপুটে জেলা সভাপতি। সিবিআই হাজিরা এড়িয়ে আজ সটান তিনি তলে যান এসএসকেএম হাসপাতালে। তাঁকে দেখার পর চিকিৎসকরা জানান, এখনই হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই তৃণমূল নেতার। অনুব্রত মণ্ডলের স্ট্রেসও নেই। কিছু ক্রনিক সংস্যা রয়েছে তাঁর, সেই চিকিৎসা করানোর জন্য হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন রয়েছে বলে মনে করেন না চিকিৎসকরা।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৪/১১/২০২২

জেলে কেমন আছেন পার্থ চট্টোপাধ্যায়? সূত্রের খবর, পার্থবাবুর কোমরে ও পায়ে ব্যথা রয়েছে বলে চিকিৎসকদের জানিয়েছেন। চিকিৎসকরা তাঁকে জেল হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু এতটুকু সমস্যার জন্য হাসপাতালে যেতে রাজি নন তিনি। জেলে সারাদিন চুপচাপই থাকছেন পার্থ চট্টোপাধ্যায়। সেলের মধ্যে খাট দেওয়া হয়েছে তাঁকে। বিশ্রাম নেওয়ার পাশাপাশি বই পড়ছেন। সকালে অন্যদিনের মতো চা-পাউরুটিই খেয়েছেন। দুপুরে ডাল-ভাত-সবজি খেয়েছেন পার্থ। সঙ্গে আবেদন রেখেছেন, রাতেও তাঁকে যেন ভাতই দেওয়া হয়। রাতে তাঁকে রুটি দেওয়া হচ্ছিল। তাঁর আবেদনের পর তাতে সাড়া মিলেছে জেল কর্তৃপক্ষের। ফলে রাতেও তাঁকে ভাতই দেওয়া হয় বলে সূত্রের খবর।

আগামী ২ অক্টোবর দেশে শুরু হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা কর্মসূচি। কর্নাটক এখন পাখির চোখ কংগ্রেসের। জেডিএস এবং কংগ্রেস জোটের সরকার মাঝপথে ভেঙে যায় বিজেপির মদতে। জে়ডিএস এবং কংগ্রেসের বিধায়ক ভাঙিয়ে দক্ষিণের ওই রাজ্যের ক্ষমতা দখল করে বিজেপি। কংগ্রেস সূত্রের খবর, এর জন্য তারা ভারত জোড়ো যাত্রার উপর বিশেষ জোর দিচ্ছে। স্থির হয়েছে, দলের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী ২১ দিন ধরে কর্নাটক চষে বেড়াবেন। তিনি ৫১১ কিলোমিটার পথ পরিক্রমা করবেন পদযাত্রার মাধ্যমে। আটটি জেলা, সাতটি লোকসভা এবং ২১টি বিধানসভা এলাকা ঘুরবেন রাহুল। তাঁর পদযাত্রা শুরু হবে নাঞ্জানগুড় থেকে। তা শেষ হবে রায়চুড়ে। এখন থেকেই তার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ