Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* তৃণমূলের তাবড় নেতা অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার তথ্য চেয়ে আবেদন সিবিআইয়ের। এসএসকেএমে সিবিআইয়ের আধিকারিক। তথ্য চাইলেন মেডিক্যাল সুপারের কাছে।

* এসএসসির নবম এবং দশম শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। নতুন করে এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। শুক্রবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতের। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ সিবিআইকে সেই স্বাধীনতা দিল।

* বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের লালপুর গ্রামে গত কয়েকদিন ধরেই উপদ্রব করছিল একটি হনুমান। তাকে তাড়াতে গেলে হনুমানটি চড়-থাপ্পর, কিল-ঘুষি মারতে শুরু করে কানাইলাল কুণ্ডু নামে এক যুবকে । তার মারে গুরুতর জখম হয় কানাইলাল। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয় বলে খবর।

* দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। মূলত আংশিক মেঘলা আকাশ উপকূলীয় জেলাগুলোতে মেঘলা আকাশের সম্ভাবনা বেশি। রাতে ও সকালে হালকা হাওয়ার সম্ভাবনা। দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। জলপাইগুড়ি কোচবিহার ও কালিম্পং মাঝারি বৃষ্টি। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের হালকা বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৯/১১/২০২২

* প্রধানমন্ত্রী শীর্ষ আধিকারিকদের নিয়ে ৪ ঘন্টার ম্যারাথন বৈঠকের পর সরকারি ক্ষেত্রের শূন্যপদগুলি অবিলম্বের পূরণের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। সরকারি বিভাগগুলিতে চাকরির সুযোগ তৈরির পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও যাতে উৎপাদন এবং কর্মসংস্থান তৈরি করা যায়, তার জন্যও তিনি নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সরকারি নীতি এবং কর্মসূচিতে যদি কোনও ত্রুটি আমলারা পর্যবেক্ষণ করেন, তা চিহ্নিত করতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

* বৃহস্পতিবার শেষ হয়ে গিয়েছে বাজেট অধিবেশন। গোটা বাজেট অধিবেশনে তৃণমূল-সহ বিরোধীরা বারবার মূল্যবৃদ্ধি ইস্যু নিয়ে আলোচনা চাইলেও তাতে সাড়া দেয়নি সরকারপক্ষ। বস্তুত, সরকারের আপত্তিতেই গোটা বাজেট অধিবেশনে এক মিনিটের জন্যও মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হয়নি। প্রতিবাদে এদিন সংসদের গান্ধীমূর্তির পাদদেশে অভিনব প্রতিবাদ দেখা গেল তৃণমূলের। সংসদে এর আগেও মূল্যবৃদ্ধি নিয়ে বিক্ষোভ দেখিয়েছে এরাজ্যের শাসকদল।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২০/১১/২০২২

* আড়াই কিলো হেরোইন-সহ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে এক দম্পতি৷ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে মালদা টাউন স্টেশন থেকে এই দম্পতিকে গ্রেফতার করা হয় ৷ উদ্ধার হওয়া এই মাদকের বাজারমূল্য প্রায় 12 কোটি টাকা বলে জানিয়েছে এসটিএফ । ধৃতদের নাম, গোলাম মোস্তাফা (27) এবং রিয়া শাফিন (20) । ধৃতদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ইংরেজবাজার থানায় ৷

* প্রাক্তন ভারতীয় দলের ওপেনার বীরেন্দ্র শেবাগ সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয় এবং তিনি তার মেমস এবং স্পট-অন প্রতিক্রিয়ার জন্য পরিচিত। কিন্তু কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচ তিনি তার টুইটে প্যাট কামিন্সের ইনিংসের প্রশংসা করেছিলেন এবং এই সময়ে তিনি এতে বড়া পাভের কথাও উল্লেখ করেছিলেন, যার কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্তরা খুব ক্ষুব্ধ হয়েছিলেন এবং তারা শেবাগকে ভাল-মন্দ বলতে শুরু করেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ