Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* কোচবিহারে তৃণমূলের নতুন কোর কমিটি নিয়ে বিতর্ক। ১১ জনের কোর কমিটিতে নাম নেই রবীন্দ্রনাথ ঘোষের।

* বগটুই হত্যাকাণ্ডের পরই সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী রাজ্য পুলিসের ডিজিকে নির্দেশ দেন, সাত দিনের মধ্যে সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে। তারপরেও অস্ত্র নিয়ে মারামারি ঘটনা ঘটেছে খোদ কলকাতা শহরেই। শহরে অস্ত্র উদ্ধার নিয়ে বাগযুদ্ধে জড়ালেন কলকাতার মেয়র এবং বিজেপির রাজ্য সভাপতি। কলকাতায় অস্ত্রের বাড়বাড়ন্ত নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার তার জবাবে মেয়র ফিরহাদ হাকিম বলেন, অস্ত্র কোথায় না পাওয়া যায়? খুঁজলে সুকান্তবাবুর বাড়িতেও অস্ত্র পাওয়া যাবে। মেয়রের এই মন্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে সুকান্ত বলেন, আমার বাড়িতে অস্ত্র খুঁজে বার করুন কলকাতার মেয়র।

* বর্ষার আগেই স্বাস্থ্যদপ্তর ও কলকাতা পুরসভায় তৎপরতা শুরু হয়েছে মশাবাহিত রোগ নিয়ে। ডেঙ্গু, ম্যালেরিয়া, এমনকী, কালাজ্বর নিয়েও গ্রীষ্মের শুরুতেই সতর্ক স্বাস্থ্যভবন। মশাবাহিত রোগ নিয়ে স্বাস্থ্যভবনের শীর্ষস্থানীয় কর্তারা সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং কলকাতা-সহ বিভিন্ন পুরসভার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে একটি ভিডিও বৈঠক করেন। সেই বৈঠকে স্বাস্থ্যকর্তারা নির্দেশ দিয়েছেন, মশাবাহিত অসুখে রাশ টানতে এখন থেকেই তৎপর হতে হবে সব পক্ষকে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২২/১১/২০২২

* উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার দেবীপুর এলাকায় বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল প্রেমিকাকে৷ কিন্তু বিয়ে করে প্রেমিক ঘরে আনল অন্য মেয়েকে৷ এই বিয়ের কথা জানতে পেরে সটান থানায় উপস্থিত প্রেমিকা৷ প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন তিনি৷ সেই অভিযোগের ভিত্তিতে বৌভাতের আসর থেকে প্রেমিককে তুলে আনে পুলিস৷
প্রেমিকা অভিযোগ, ‘দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে সহবাস করেছে৷ দু’বার বাচ্চা নষ্ট করেছি৷ কিন্তু আমাকে না জানিয়ে অন্য মেয়েকে বিয়ে করেছে৷ আমি ওর শাস্তি চাই৷ যাতে আমার মতো অসহায় মেয়েদের জীবন নষ্ট না হয়৷

* ১০ জনপথের অন্দরে যাওয়া আসা বাড়ছে প্রশান্ত কিশোরের। তীব্র হচ্ছে কংগ্রেসে জোগদানের জল্পনা। পর্যবেক্ষকদের একাংশ মনে করছে ভোটকুশলি পিকের কংগ্রেসে জোগদান কার্যত সময়ের অপেক্ষা। এখন চলছে শেষ মুহুর্তের কাটাছেঁড়া। যদিও সূত্রের খবর প্রশান্তকে নিয়ে দলেরই একাংশের রয়েছে সংশয়।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৮/১১/২০২২

* ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকায় মাওবাদী পোস্টার পড়ার ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।। তাতে লেখা রয়েছে, “এতদিন তৃণমূল খেলেছে জনগণের সঙ্গে। এবার মাওবাদী খেলবে তৃণমূল নেতাদের সঙ্গে। ওই পোস্টারে আরও লেখা ছিল, ‘কিষাণজি অমর রহে৷’ এর আগে একাধিকবার জঙ্গলমহলের নানা জায়গায় মাঝেমধ্যেই মাওবাদী পোস্টার পাওয়া যায়।

* দুর্গাপুরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বটলিং প্লান্টে তোলাবাজির অভিযোগ। টাকা না দেওয়ায় গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনই অভিযোগ পরিবহণ ব্যবসায়ীদের একাংশের। কাটমানির বখরা নিয়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বেই এই সমস্যা। অভিযোগ বিরোধীদের। পুরোটাই বদনাম করার চেষ্টা। পাল্টা অভিযোগ তৃণমূলের।

* বেঙ্গালুরু-চেন্নাই শতাব্দী এক্সপ্রেসের যাত্রীদের সময় কাটানোর জন্য দৈনিক সংবাদপত্র দেওয়া হয়।ইতিমধ্যেই বেঙ্গালুরুতে সেটি নিষিদ্ধও করা হয়েছে। সেই দৈনিক সংবাদপত্রের সঙ্গে দেওয়া হয় বিতর্কিত ‘আর্যাবর্ত এক্সপ্রেস’ পত্রিকাও। এই পত্রিকাটি ঘোষিত হিন্দুত্ববাদী তথা মুসলিম বিরোধী। যাত্রীদের রোষের মুখে তদন্তের নির্দেশ দিয়েছে IRCTC।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ