Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে প্রাণ ওষ্টাগত হয়ে উঠছে মানুষের৷ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন। শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ২-১টি জেলায়। সোমবার ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।

* ঝাড়গ্রামহাতির হানায় মৃত্যু হয়েছে এক মহিলার। ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের ছোটচাঁদাবিলা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে প্রাতঃকর্ম করার জন্য জঙ্গলে গিয়েছিলেন সেই সময় হাতির হানায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ৩০/১১/২০২২

* বেশ কয়েকদিন ধরেই মাওবাদীদের কার্যকলাপে সরগরম হয়েছে জঙ্গলমহল।এবার মাওবাদীদের নামে পোস্টার পড়ল পশ্চিম মেদিনীপুরের শালবনির পিড়াকাঁটায়। ৭ দিনের জন্য পিড়াকাঁটা বাজার বনধের ডাক দিয়েছে ‘মাওবাদী’রা। পিড়াকাঁটা থেকে এদিন সাতসকালেই উদ্ধার হয় রীতিমতো হুমকি দেওয়া সেই পোস্টার।

* পশ্চিমবঙ্গ, তামিলনাডু, কেরল, ঝাড়খণ্ডের মত অবিজেপি শাসিত এই সমস্ত রাজ্যগুলির কাছে অবিলম্বে জ্বালানি তেলের উপর থেকে ভ্যাট কমানোর আর্জি রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

* বিজেপির বিকাশ ভবন অভিযানকে তীব্র কটাক্ষ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ কেন এসেছে তাও জানি না ৷ তিনি বলেন প্রচণ্ড গরমে ওরা বোধহয় স্নান করতে এসেছিলেন। গতকালের বিজেপির যুব মোর্চার বিকাশ ভবন অভিযানকে সামাল দিতে পুলিশ জলকামান ব্যবহার করে৷

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৯/১১/২০২২

* করোনার পর মানুষের শরীরে বার্ড ফ্লু-য়ের হানা। চিনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, সেন্ট্রাল হেনান প্রদেশের এক চার বছর বয়সী শিশু জ্বর-সহ একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। নানা পরীক্ষার পরে তাঁর শরীরেঅ্যাভিয়ান ফ্লুয়ের H3N8 স্ট্রেইনের উপস্থিতি মিলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ