Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* সারা বিশ্বে সবথেকে বেশি পাম তেল উথপাদন করে ইন্দোনেশিয়া। গত সপ্তাহে ইন্দোনেশিয়া রফতানিতে নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে। ২৮ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা জারি হল। এর ফলে ভারতে ভোজ্য তেলের দাম এক লাফে অনেকটা বাড়বে বলে আশঙ্কাপ্রকাশ করেছে বিশেষজ্ঞমহল। ইন্দোনেশিয়া থেকে ভোজ্য তেলের অনেকটাই আসে এ দেশে। এর সাথে দাম বাড়তে পারে শ্যাম্পু, সাবান, কেক, বিস্কুট, চকোলেটের।

* জ্বালানির দাম কমানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন রাহুল গান্ধি ৷ গতকাল প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে তেলের উপর ভ্যাট কমানোর আবেদন জানিয়েছিলেন ৷ রাহুল টুইট করে লিখেছেন, সব রকম জ্বালানি করের ৬৮% কেন্দ্র নিয়ে নেয় ৷ তবু প্রধানমন্ত্রী তাঁর দায়িত্ব প্রত্যাখ্যান করছেন ৷ তিনি লেখেন, “মোদির যুক্তরাষ্ট্রীয়বাদ সংহতিপূর্ণ নয়, জোরজবরদস্তির।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১০/১২/২০২২

* ইডেনে আইপিএল ম্যাচ আয়োজনের প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ। নবান্নমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন সৌরভ গাঙ্গুলি। সূত্রের খবর, ইডেনে ১০০ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজন করা যাবে কিনা, সেই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন ‘মহারাজ’। একইসঙ্গে মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানাবেন তিনি।

* আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ধীরে ধীরে রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। শুক্রবার থেকে হাওয়া বদলের জোর সম্ভাবনা। আর ঠিক তার পরেরদিন অর্থাৎ শনিবার থেকে পশ্চিমের জেলাগুলি বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে। আজ বৃহস্পতিবার কলকাতার সর্ব্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ৫/১২/২০২২

* আগামী মাসের শুরুতেই বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই বঙ্গ সফর বলে জানা যাচ্ছে। তার আগে রাজ্যে ‘দলীয় কোন্দল’কে সরিয়ে ঐক্যের ছবি তুলে ধরতে মরিয়া রাজ্য বিজেপি। আজ, বৃহস্পতিবার চুঁচুড়ায় বিজেপির আইন অমান্য কর্মসূচিতে একদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং অন্যদিকে ‘বিক্ষুব্ধ’ সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে সামিল করে সেই বার্তা দিতে চাইছে গেরুয়া শিবির।

* পিকের ঘনিষ্ঠদের দাবি, তিনি কংগ্রেস দলে যোগ দেওয়ার ব্যাপারে আন্তরিক ছিলেন। কিন্তু রাহুল গান্ধী প্রশান্ত কিশোরকে নিয়ে যে পরিমাণ অনাগ্রহ দেখিয়েছেন, সেটাও পিকের কংগ্রেসে নাম না লেখানোর অন্যতম কারণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ