Panchayet Election : প্রতি বুথে কি থাকছে না কেন্দ্রীয় বাহিনী! ‘প্রাণনাশের আশঙ্কা’য় চিঠি কেন্দ্রে

Panchayet Election : প্রতি বুথে কি থাকছে না কেন্দ্রীয় বাহিনী! 'প্রাণনাশের আশঙ্কা'য় চিঠি কেন্দ্রে

রাজ্যপঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জটিলতা কাটছেই না। ভোটের বাকি একদিন। তার আগে বুথ প্রতি একজন জওয়ান মোতায়েনে অসম্মতি জানিয়েছে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই খবর সূত্রের।

প্রথমে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েই শুরু হয়েছিল জটিলতা। পরে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী আসে রাজ্যে। তারপরেও ধোঁয়াশা ছিল কত কোম্পানি বাহিনী আসছে তা নিয়ে। ৮২০ কোম্পানি বাহিনী আসার বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নিশ্চিত করলেও ভোটের মধ্যে পুরো বাহিনী এসে পৌঁছাতে পারবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তারই মধ্যে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ফের তৈরি হল জটিলতা। বৃহস্পতিবার রাতে দেড় ঘণ্টার বেশি সময় ধরে কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেটর আইজি (বিএসএফ)-র সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ। জানা গিয়েছে, রাজ্যের পরিস্থিতি নিয়ে জওয়ানদেরও ‘প্রাণহানির আশঙ্কা’ প্রকাশ করেছেন তিনি। সেই মর্মে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছেন বলেও সূত্রের খবর।

আরও পড়ুন:  Panchayet Election : রাজ্যে ছুটি পঞ্চায়েত ভোটের দিন, কাটা যাবে না বেতনও

জানা গিয়েছে, বিএসএফ, আইটিবিপি-সহ সব বাহিনীর ১ সেকশনে ১১ জন জওয়ান থাকেন। সাধারণত যে কোনও জায়গায় ১ সেকশন বাহিনী মোতায়েন হয়৷ তবে ভোটের ক্ষেত্রে অর্ধেক সেকশন বাহিনী তথা ৪ জন জওয়ান মোতায়েন করা যায়। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তরফে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে ভোটের সময় বুথে হিংসার আশঙ্কা প্রকাশ করে বুথ পিছু মাত্র ১ জন জওয়ান মোতায়েন করার বিষয়ে অসম্মতি প্রকাশ করা হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে আদৌ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:  Chandrakona : উত্তপ্ত চন্দ্রকোনা! তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে আহত একাধিক

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ