Chandrakona : উত্তপ্ত চন্দ্রকোনা! তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে আহত একাধিক

Chandrakona : উত্তপ্ত চন্দ্রকোনা! তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে আহত একাধিক

পঞ্চায়েত ভোটের প্রচারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার কৃষ্ণপুর এলাকা। জানা গিয়েছে, রবিবার সকালে ভোটের প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূলআইএসএফ। লাঠালাঠি ও ইঁট ছোড়াছুড়িতে আহত হয়েছেন দুই দলের প্রায় ১০ জন কর্মী সমর্থক। চন্দ্রকোনা হাসপাতালে ৫ জনকে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে এসেছে বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন:  Panchayet Election : ক্যানসার আক্রান্ত বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ সাঁকরাইল থানার ওসির বিরুদ্ধে

সংঘর্ষকে কেন্দ্র করে দুই দল একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। তৃণমূলের অভিযোগ, প্রচার করতে গেলে আইএসএফ-এর কর্মী সমর্থকেরা তাঁদের বাধা দেন এবং লাঠিসোটা নিয়ে আইএসএফ ও সিপিএম কর্মীরা হামলা চালান। অন্যদিকে আইএসএফ-এর অভিযোগ, প্রচার চলাকালীন তৃণমূলের লোকজন তাঁদের কটুক্তি করেন। তাঁরা প্রতিবাদ জানালে শাসক দলের কর্মীরা আক্রমণ করেন।

আরও পড়ুন:  Paschim Medinipur : পঞ্চায়েতের আগে বলীয়ান বামেরা! দাঁতনে গত নির্বাচনের জয়ী ১৪ জন সিপিএমে

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মারামারি বাঁধে দুই পক্ষের। বন্ধ হয়ে যায় দোকানপাট। পাথর ছোড়াছুড়ি চলে। এলাকার পরিবেশ এখনও থমথমে। মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। চলছে টহলদারি।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ