অর্জুনের পালাবদলের অপেক্ষা, “রাজনীতিতে সব কিছু সম্ভব”, মন্তব্য করে অর্জুন কোলকাতায়

অর্জুনের পালাবদলের অপেক্ষা, "রাজনীতিতে সব কিছু সম্ভব", মন্তব্য করে অর্জুন কোলকাতায়

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের বিজেপি ত্যাগ করে তৃণমূলে প্রত্যাবর্তনের সম্ভাবনা জোরালো হল রবিবার সকালে। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল ও নিজের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে একাধিক তাৎপর্যপূর্ণ মন্তব্য করে কোলকাতা রওনা দিলেন তিনি। বলে গেলেন, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দেখা করার কথা রয়েছে।

রবিবার নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি সাংসদ। বেশ কিছুদিন ধরেই পাটশিল্প সংক্রান্ত তাঁর দাবি ঘিরে বিজেপি নেতৃত্বের সঙ্গে দূরত্ব বৃদ্ধির জল্পনা চলছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে কয়েক দফা বৈঠকও হয়েছিল তাঁর। কিন্তু সমাধান সূত্র মেলেনি। রবিবার অর্জুন বলেন, ‘‘আমার কোথাও যাওয়ার কথা আছে। কারও সঙ্গে দেখা করার কথা আছে। আমাকে হয়তো কিছু ক্ষণের মধ্যেই কলকাতা যেতে হবে। এমন কোনও কথা বা কাজ নেই, যা আপনারা জানতে পারবেন না। অঘটন ঘটলে আপনারা জানতে পারবেন।”

আরও পড়ুন:  Akhil Giri : ফের ক্ষমাপ্রার্থনা অখিল গিরির, রাষ্ট্রপতি নিয়ে মন্তব্যের জন্য “অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী”

অর্জুনের তাৎপর্যপূর্ণ মন্তব্য, “যখন এক দিকে যুদ্ধ শুরু হয় বা শেষ হয়, তখন বলা যায় শেষের কাউন্টডাউন শুরু হয়েছে। কোথাও শুরু, তো কোথাও শেষ। একটু অপেক্ষা করুন, সবটা জানতে পারবেন।” তিনি আরও বলেন, “আমি তৃণমূলের জন্মলগ্ন থেকে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃণমূলের শেষ কথা। কে কী বলছেন বা কে কী করবেন, তা মমতা বন্দ্যোপাধ্যায়ই ঠিক করবেন।” পুনরায় দলবদল প্রসঙ্গে অর্জুন সিংহের বক্তব্য, “ঘর ওয়াপসি হলে নিশ্চয়ই জানতে পারবেন। রাজনীতিতে সব কিছু সম্ভব। কোনও কিছু অসম্ভব নয়।”

আরও পড়ুন:  Jhargram: ‘বীরসার জন্মদিবসে ছুটি’, ছ’টি মূর্তি উন্মোচন ও একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ