Anubrata Mondal: অনুব্রতকে জামিন না দিলে গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়া হবে বিচারক ও তার পরিবারকে, হুমকি ভরা চিঠি

Anubrata Mondal: অনুব্রতকে জামিন না দিলে গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়া হবে বিচারক ও তার পরিবারকে, হুমকি ভরা চিঠি

গরুপাচার মামলায় অনুব্রত জামিনের আবেদন খারিজ করে আবার চার দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আসানসোল সিবিআই আদালতের বিচারক।আগামীকাল আবার আদালতে পেশ করা হবে অনুব্রত মন্ডলকে।কিন্তু তার আগেই সিবিআই আদালতের বিচারকের কাছে পৌঁছল হুমকি চিঠি। অনুব্রত মন্ডলকে জামিন না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে, চিঠিতে এমনটাই লেখা হয়েছে বলে অভিযোগ।

আসানসোল সিবিআই আদালতে চলছে গরু পাচার সংক্রান্ত মামলা। বুধবারই সেই মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে আদালতে পেশ করার কথা। তার আগেই নজিরবিহীন-কান্ড।আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারপতি রাজেশ চক্রবর্তী গত ২০ অগস্ট একটি হুমকি চিঠি পান।যা তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:  “পশ্চিমবঙ্গ জেহাদিদের জায়গা হবে নাহলে ডবল ইঞ্জিন সরকার হবে”, তৃণমূল-সিপিএমকে আক্রমণ শুভেন্দুর

যদিও বিচারক নিজে সেই চিঠি সম্পর্কে পশ্চিম বর্ধমানের জেলা জজের মাধ্যমে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে অবগত করেছেন। তাতে লেখা হয়েছে, ‘আমার কাছে একটি চিঠি এসে পৌঁছেছে। তাতে বলা হয়েছে, অনুব্রত মন্ডলকে জামিন না দিলে আমার গোটা পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে।’

আরও পড়ুন:  শুভেন্দু অধিকারী একজন ব্র্যান্ডেড ডাকাত – বললেন অখিল গিরির পুত্র

অনুব্রতকে বুধবারই আসানসোলের সিবিআই আদালতে তোলার আগে এমন হুমকি চিঠি পেয়ে কি ভয় পেয়েছেন বিচারক? এ প্রসঙ্গে আসানসোলের এক বর্ষীয়া আইনজীবী জানিয়েছেন, ‘এই বিচারককে দীর্ঘদিন ধরে দেখছি। তিনি হুমকির কাছে মাথা নত করার মানুষ নন। তা ছাড়া তিনি নিজেও জানিয়েছেন, এই হুমকিতে তিনি অদৌ ভয় পাচ্ছেন না।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ