আইপ্যাক-তৃণমূল সংঘাত! ‘তৃণমূল বা নেতৃত্বের সোশ্যাল অ্যাকাউন্ট সামলায়না আইপ্যাক’, চন্দ্রিমার দাবি অস্বীকার

আইপ্যাক-তৃণমূল সংঘাত! 'তৃণমূল বা নেতৃত্বের সোশ্যাল অ্যাকাউন্ট সামলায়না আইপ্যাক', চন্দ্রিমার দাবি অস্বীকার

ফের আইপ্যাক-তৃণমূল সংঘাত প্রকাশ্যে এলো। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি অস্বীকার করে বার্তা দিল প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। জানিয়েছে দিল, তারা তৃণমূল বা তার নেতৃত্বের ডিজিটাল মাধ্যম সামলায় না। ঘটনায় ফের তৃণমূল ও আইপ্যাকের দূরত্বের বিষয়টি সামনে এসেছে।

রাজ্যে পুরসভা ভোটের প্রাক্কালে প্রার্থীদের নাম প্রকাশকে কেন্দ্র করে তৃণমূলে অন্তর্দ্বন্দ্বর অভিযোগ সামনে এসেছে। এমনও জানা গিয়েছে, দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন চিহ্নও উঠেছে। এই পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ফেসবুক কভার ফটোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতিকে সমর্থন জানিয়ে ‘এক ব্যক্তি, এক পদ’ শীর্ষক ছবি দেখা যায়। তাঁর টুইটার হ্যান্ডেল থেকে টুইটও করা হয়। যা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

আরও পড়ুন:  Jhargram: নিজের হাতে চপ ভেজে বিক্রি মমতার, খুশি দোকানদার ও ক্রেতারা

এরপরেই সমাজমাধ্যম সেগুলি সরিয়ে নেওয়া হয়। চন্দ্রিমা দাবি করেন, তিনি এইগুলি করেননি। তাঁর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করে ভোটকৌশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। কিন্তু তাঁর দাবির পরেই তা অস্বীকার করে আইপ্যাকের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, “তৃণমূল কংগ্রেস বা তার কোন নেতৃত্বের ডিজিটাল প্রপার্টি আইপ্যাক চালায় না। কেউ যদি সেই দাবি করেন তাহলে তিনি বিষয়টি সম্পর্কে সঠিকভাবে অবহিত নন অথবা সর্বৈব মিথ্যা বলছেন।” সেই সঙ্গে খোঁচা, “তৃণমূলের উচিৎ তাদের নেতৃত্বের ডিজিটাল মাধ্যমের ‘অপব্যবহার’ সংক্রান্ত দাবির পর্যালোচনা।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ