- Advertisement -
পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের জেলা কো-অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি। জেলা পরিষদের পূর্বতন পদেই বহাল রইলেন তিঞ্জ।
পশ্চিম মেদিনীপুরে জেলা পরিষদের ৬০টি আসনেই এবার জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে দলীয় সূত্রের খবর ছিল, জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি পদে রদবদল হতে পারে। এর আগে ২০১৩ সাল থেকে ২০২৩ সাল, দুই দফায় সভাধিপতির দায়িত্ব সামলেছেন গড়বেতার বর্তমান বিধায়ক উত্তরা সিংহ হাজরা। এবার জেলা পরিষদের দশম সভাধিপতি হলেন প্রতিভা রাণী মাইতি। কিন্তু সহ-সভাধিপতি পদে বহাল রইলেন অজিত মাইতি। সভাধিপতি পদে বদলের পর রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল সহ-সভাধিপতি পদেও নতুন মুখ আসছে। কিন্তু নিজের পদেই পুনরায় বহাল হলেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর তথা পিংলার বিধায়ক।