DA Protest : ১০ দিনের মধ্যে সরকার ও কর্মচারীদের বৈঠকের ঘোষণার নির্দেশ কলকাতা হাইকোর্টের

DA Protest : ১০ দিনের মধ্যে সরকার ও কর্মচারীদের বৈঠকের ঘোষণার নির্দেশ কলকাতা হাইকোর্টের

ডিএ সমস্যা সমাধানে রাজ্য সরকারকে ১০ দিনের মধ্যে সরকারি কর্মচারীদের সংগঠনের সঙ্গে বৈঠকের ঘোষণা করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৈঠকের মাধ্যমে করতে হবে সমস্যার সমাধান।

গত ৬ এপ্রিল ১২ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিল কর্মচারীদের সংগঠনের জোট সংগ্রামী যৌথ মঞ্চ। কর্মবিরতির সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলে ১৭ এপ্রিলের মধ্যে রাজ্য সরকারকে সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দেয় আদালত। কিন্তু তারই মধ্যে গত ১০, ১১ এপ্রিল সরকারি কর্মচারীরা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে স্মারকলিপি জমা, দিল্লির যন্তরমন্তরের ধর্ণা কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন:  Contai Scam : শুভেন্দু-গড়ে সিবিআই! নিয়োগ দুর্নীতিতে কাঁথির শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হাইকোর্টের

এবার সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্য দরকারকে ডিএ সমস্যা মেটাতে আগামী ১০ দিনের মধ্যে বৈঠক ডাকার নির্দেশ দিয়েছে। সরকারি কর্মচারীদের সংগঠনের তরফে পাঁচ জন সদস্য বৈঠকে থাকবেন। মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ