হদিস মিললো তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ছুঁড়ে ফেলা দ্বিতীয় মোবাইলের। অক্ষত অবস্থায় সেই মোবাইল উদ্ধার হয়ে এসেছে সিবিআই এর হাতে। শুক্রবার রাত থেকে সন্ধান চালানোর পর সোমবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ মোবাইল ফোনটি পুকুরের পাশে এক খেঁজুর গাছের নীচে উদ্ধার হয়।

সূত্রে খবর, বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ছুঁড়ে ফেলা দ্বিতীয় মোবাইলটি সাদা প্লাস্টিকের প্যাকেটে মোড়া ও সিজার লিস্ট নম্বর থাকা অবস্থায় উদ্ধার হয়েছে। অনুমান, সিবিআই ঐ মোবাইল বাজেয়াপ্ত করার পরে কোনোভাবে হাতিয়ে নিয়ে ছুড়ে ফেলেছিলেন বিধায়ক।

জনপ্রিয় খবর:  Recruitment Scam : "এঁরা তো দালাল! আসল টাকা কোথায় পৌঁছল?" কড়া বার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

গত শুক্রবার দুপুরে নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই হানা দেয় বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, বাড়িতে তল্লাশি ও জেরার মাঝে শৌচালয়ে যাওয়ার বাহানায় নিজের দুটি মোবাইল পিছনের পুকুরে ফেলে দেন বিধায়ক। এরপর শুক্রবার রাত থেকে পুকুরে জল ছেঁচে ফেলে মোবাইলের খোঁজে পুকুরে শুরু হয় তল্লাশি। স্থানীয় মৎসজীবী ও শ্রমিকদের সাহায্য নেওয়া হয়। রবিবার সকাল সাড়ে ৭ টা নাগাদ একটি মোবাইল উদ্ধার হয়। সেটিকে সনাক্ত করেন বিধায়ক। কিন্তু জেসিবি এনে তল্লাশি চালানোর পরেও অন্যটির সন্ধান মেলেনি। দু’টি পেনড্রাইভ এবং একটি হার্ডডিস্কও পুকুরে ফেলেছিলেন বিধায়ক। সেগুলিরও সন্ধান মেলেনি। সোমবার ভোরে বিধায়ককে গ্রেপ্তার করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন সিবিআই আধিকারিকরা। অবশেষে সোমবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ মোবাইল ফোনটি পুকুরের পাশে এক খেঁজুর গাছের নীচে অক্ষত অবস্থায় উদ্ধার হয়।

জনপ্রিয় খবর:  Kharagpur : খড়গপুরের পৌরপ্রধান কল্যাণী ঘোষ, দলীয় তরফে ঘোষণা তৃণমূলের