BRAKING NEWS

Contai Scam : শুভেন্দু-গড়ে সিবিআই! নিয়োগ দুর্নীতিতে কাঁথির শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হাইকোর্টের

এবার শুভেন্দু-গড়ে সিবিআই তদন্ত! একটি নিয়োগ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার হওয়া এক শিক্ষকের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে রাজ্যের অন্যান্য দুর্নীতির মামলার সঙ্গে এই দুর্নীতির কোনরকম যোগ আছে কিনা সেই বিষয়েও অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই-কে৷

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দেশপ্রাণ ব্লকের বিচুনিয়া জগন্নাথ মন্দির বিদ্যাপীঠের ইংরেজির শিক্ষক দীপক জানার বিরুদ্ধে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ ওঠে৷ অভিযোগ ওঠে, চাকরির প্রতিশ্রুতি দিয়ে মোট ৫ কোটি টাকার প্রতারণার। কাঁথি থানায় দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার হন দীপক জানা।

সেই মামলার তদন্তভার সিবিআই-কে দেওয়ার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। এইদিন সেই মামলার শুনানি ছিল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে৷ তিনি এই দুর্নীতির অনুসন্ধানের দায়িত্ব সিবিআই-কে দিয়েছেন। সেই সঙ্গে রাজ্যের বর্তমান নিয়োগ দুর্নীতির সঙ্গে মামলাটির কোনো যোগ আছে কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। আগামী ৩ সপ্তাহের মধ্যে সিবিআই-কে প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করতে হবে৷

Leave a Reply