Paschim Medinipur : ভোজবাড়িতে ছিনতাই, ধাওয়া করে পাকড়াও ১৫ জনের মহিলা দল

img 20230623 wa0003

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

দুটি গাড়িতে বের হয়েছিলেন বেড়াতে যাওয়ার অছিলায়। তারপর রাস্তায় বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে চলতো ছিনতাই। লক্ষ্য মূলত মহিলারা। কারণ ছিনতাইকারীরাও সবাই মহিলা। কিন্তু পশ্চিম মেদিনীপুরের বেলদায় এক মহোৎসবে ঢুকে পড়ে ছিনতাইয়ের সময় ধরা পড়লেন এক জন। স্থানীয়দের সহযোগিতায় বাকিদের পুলিশ ধরলো ধাওয়া করে। ১২ জন মহিলা সহ মোট ১৫ জন গ্রেপ্তার৷ আটক হয়েছে দুটি গাড়ি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুগলির ব্যান্ডেলের বাসিন্দা ঐ মহিলাদের গ্যাংটি বেলদা থানার সাহলাজপুর এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের একদম পাশেই সৌগত চন্দের বাড়িতে আয়োজিত মহোৎসবের দুটি গাড়িতে এসে প্রবেশ করে। দুপুরে খাওয়া দাওয়ার পর প্রবল বৃষ্টির কারণে অনেকেই আটকে পড়েন। সেই সময়েই উপস্থিত মহিলাদের ভিড়ে মিশ গলার হার ছিনতাই শুরু হয়। কিন্তু ধরা পড়ে যান এক মহিলা। জানা গিয়েছে, এক মহিলার হার ছিনতাইয়ের পর হার নিয়ে পালানোর সময় এক জন মহিলা ধরা পড়েন। তিনি ধরা পড়তেই উপস্থিত জনা ১০ মহিলা নিমেষে ভিড় থেকে আলাদা হয়ে গিয়ে দুটি গাড়িতে উঠে পলায়ন করেন।

আরও পড়ুন:  Medinipur : শেষ দু’দিনে সব আসনে মনোনয়ন তৃণমূলের, উন্নয়নের প্রতিশ্রুতি প্রার্থীদের

ইতিমধ্যে খবর দেওয়া হয় পুলিশকে। খড়গপুরের দিকে পালানোর সময় রামপুরা লেভেল ক্রসিং-এর কাছে দুটি গাড়িকে আটক করে নারায়ণগড় থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ২ জন চালক ও ১২ জন মহিলা মিলিয়ে ১৫ জনকে বেলদা থানায় নিয়ে আসা হয়। পুলিশ সুত্রে খবর, মোট চারজন মহিলা গলার হার ছিনতাইয়ের অভিযোগ এনেছেন। যদিও ছিনতাইয়ের বিষয়টি অস্বীকার করেছেন ধৃত মহিলারা৷ ছিনতাই করতে গিয়ে ধরা পড়া মহিলাকে তাঁরা চেনেননা বলেও জানিয়েছেন। মহিলাদের দাবি তাঁরা, রথ উপলক্ষ্যে পুরী বেড়াতে গিয়েছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ