কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই-এর বিরুদ্ধে কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন চাকরি দুর্নীতি কাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে তদন্তকারীরা চাপ দিচ্ছেন”, এমন অভিযোগ এনে প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগপত্র পাঠিয়েছেন কুন্তল।

রাজ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধরা পড়েছেন কুন্তল ঘোষ। এরপরে যুব তৃণমূলের সম্পাদক কুন্তলকে বহিষ্কার করে তৃণমূল। গত সপ্তাহে আলিপুরের বিশেষ আদালতে দুর্নীতি কাণ্ডে শুনানির পর কুন্তল অভিযোগ করেন, তদন্তকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছেন সেই মর্মে বিচারকের কাছে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন বলেও জানান কুন্তল। এবার এই অভিযোগ নিয়ে সরাসরি কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন তিনি।

জনপ্রিয় খবর:  Recruitment Scam : চাকরি বেচেই ৩৫ কোটির হস্তগত অয়ন শীলের, দাবি ইডি সূত্রের

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে সমস্যায় ফেলতে হেফাজতে থাকার সময় মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম নেওয়ার জন্য চাপ দিয়েছিল বলে শহীদ মিনারের সভায় সম্প্রতি মন্তব্য করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।