Jadavpur University : রেজিস্ট্রার ও ডিন অফ স্টুডেন্টসকে তলব পুলিশের

Jadavpur University : রেজিস্ট্রার ও ডিন অফ স্টুডেন্টসকে তলব পুলিশের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডিন অফ স্টুডেন্টসকে লালবাজারে তলব করলো পুলিশ। সূত্রের খবর, বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে ডেকে পাঠানো হয়েছে।

গত কয়েকদিন ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ও সেই কারণে প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তাল রাজ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ-২ ব্লকের নীচ থেকে নগ্ন ও অচৈতন্য অবস্থায় পাওয়া যায় বাংলা অনার্সের প্রথম বর্ষের এক ছাত্রকে। গত বুধবার রাতে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরে এক বেসরকারি হাসপাতালে ঐ ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাগিংএর অভিযোগ উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যে প্রাক্তন ও বর্তমান ছাত্র মিলিয়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডিন অফ স্টুডেন্টসকে তলব করা হল লালবাজারে।

অন্যদিকে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য তথা অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি ‘র‌্যাগিং-বিরোধী কমিটি’ তৈরি করতে চলেছেন আচার্য তথা রাজ্যপাল। সেই জন্য বুধবার যাদবপুর সহ রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসবেন রাজ্যপাল।

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ