Birendra Setu : শুধু অ্যাম্বুলেন্সকে ছাড় বীরেন্দ্র শাসমল সেতুতে, ৯৬ ঘন্টা বন্ধ অন্য সমস্ত চলাচল

Birendra Setu : শুধু অ্যাম্বুলেন্সকে ছাড় বীরেন্দ্র শাসমল সেতুতে, ৯৬ ঘন্টা বন্ধ অন্য সমস্ত চলাচল

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
পশ্চিম মেদিনীপুরের কংসাবতী নদীর উপর খড়গপুর ও মেদিনীপুরের সংযোগকারী দেশপ্রাণ বীরেন্দ্র সেতুতে সংস্কারের পর লোড টেস্ট জনিত কাজের জন্য সমস্ত যানবাহন ও পথচারীদের চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছিল আগেই। ১৭ আগস্ট রাত ১১টা থেকে ২১ আগস্ট রাত ১১টা পর্যন্ত এই সেতুতে যান চলাচল বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল জেলা প্রশাসন। বুধবার সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারজেলাশাসক খুরশিদ আলি কাদরী জানিয়েছেন, বীরেন্দ্র সেতুতে শুধুমাত্র ছাড় দেওয়া হবে অ্যাম্বুলেন্সকে।

আরও পড়ুন:  Medinipur : শহরবাসীর জন্য সুখবর, তাঁতিগেড়িয়া রেল ক্রসিংয়ে আন্ডারপাসের ঘোষণা দিলীপের

বুধবার দুপুরে সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, “আমরা জরুরি পরিষেবার মধ্যে শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে ছাড় দেওয়ার কথা ভেবেছি। তবে, পরিস্থিতি বিবেচনা করে মোটরসাইকেল বা বাইককে ছাড় দেওয়া যায় কিনা ভাবনা চিন্তা করা হচ্ছে।” তিনি আরও বলেন, “প্রথম দু’দিন পথচারীদের ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া হবে না। তারপর পরিস্থিতি দেখে পথচারীদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুন:  Birendra Setu : বীরেন্দ্র সেতুতে চলছে লোড টেস্টিং,খতিয়ে দেখতে হাজির বিধায়ক দীনেন রায়

পুলিশ সুপার আরও জানিয়েছেন, বীরেন্দ্র সেতু সংস্কারের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার লোড টেস্টের জন্য ৯৬ ঘন্টা ৬০ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত এই সেতুর উপর দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ রাখা হচ্চগে। যাতে অন্য পথে যাত্রীরা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন, সেজন্যই সকলকে অবগত করা হচ্ছে। জেলাবাসীর সহযোগিতাও প্রার্থনা করা হয়েছে প্রশাসনের তরফে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ