Suvendu Adhikari : “১৩ জানুয়ারির মধ্যে ধেড়ে ইঁদুর ধরা পড়বে”, নতুন তারিখ দিলেন শুভেন্দু

Suvendu Adhikari : "১৩ জানুয়ারির মধ্যে ধেড়ে ইঁদুর ধরা পড়বে", নতুন তারিখ দিলেন শুভেন্দু

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক কলকাতার হাজরায় ‘প্রতিবাদ সভা’ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই মাস বদল করে শুভেন্দুর হুঁশিয়ারি, “আগামী ১৩ জানুয়ারির মধ্যে ধেড়ে ইঁদুর ধরা পড়বে।”

এইদিন সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। এর আগে নন্দীগ্রামে শুভেন্দু বলেছিলেন, “১২, ১৪, ২১ ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ, ওয়েট অ্যান্ড ওয়াচ!” কিন্তু সেই তারিখ বদলে শুভেন্দু বললেন, ‘‘১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হবে। কিন্তু ১৪ ফেব্রুয়ারি হবে না।’’ তৃণমূল সরকার পড়ে যাওয়া নিয়ে জল্পনা প্রসঙ্গে বলেন, “আমরা চোরদের নিয়ে সরকার গড়ব না!” শুভেন্দু বলেন, “আমি তিনটি তারিখ আপনাদের বলেছিলাম। ১২, ১৪ ও ২১ তারিখ। কেন বলেছিলাম? এই তিনটি তারিখ মানে সরকার পরিবর্তন হবে, একথা বলিনি। ৭০ জন নিয়ে আমরা অন্যের বিধায়কদের ভাঙিয়ে সরকার তৈরি করতে, এটা আমাদের দল মানে না, আমরা চাইও না।”

আরও পড়ুন:  বিজেপির মন্ত্রীর মুখে কালি! অম্বেডকর নিয়ে মন্তব্যের জের

নাম না করে শুভেন্দুর কটাক্ষ, ‘‘বাবুসোনা আপনি আজ কোথায় আছেন? এক সঙ্গে মেঘালয় গিয়েছেন। ক’দিন আগে আমার হোমটাউনে সভা করতে গিয়েছিলেন। প্রচণ্ড উত্তেজিত হয়ে পকেটে হাত দিয়ে অনেক কথা বলেছেন। বলেছেন, আমি নাকি গদ্দার! আমি নাকি ল্যাজ গুটিয়ে ডায়মন্ড হারবার পালিয়েছি। তা বাবুসোনা আজ আপনি আর যিনি আপনাকে আলালের দুলাল করেছেন, আপনারা আজ কোথায় পালিয়েছেন?’’ বলেন, “আমি আজ হাজরায়, আপনি কোথায় পালিয়েছেন? কাঁথিতে তো আমার বাড়ির কাছে পকেটে হাত দিয়ে অনেক কথা বলেছিলেন। বিজেপির সভার পর কাল এখানে তৃণমূল সভা করবে, ইয়ে ডর আচ্ছা লাগা।” তিনি আরও বলেন, “পুলিস বাবা পাড় করেগা… এক দেশ, এক পোষাক পুলিশের যদি পাস হয়, তাহলে কী হবে আমি বলতে পারছি না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ