BRAKING NEWS

Kharagpur : “মমতার পদ চলে যেতে পারে, মানুষের আস্থা নেই”, কটাক্ষ দিলীপ ঘোষের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

রামনবমীর দিনে হাওড়ায় উত্তেজনা, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না প্রভৃতি একাধিক বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্রবার খড়গপুরে রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

এইদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রামনবমীর দিন হাওড়ায় উত্তেজনা নিয়ে তিনি বলেন, “মমতা ব্যানার্জি চাইছেন এই রকম সাম্প্রদায়িক উত্তেজনা হোক। মুসলিম সমাজ ওনার উপর আস্থা রাখছেন না। তাদের ভোট সরে যাচ্ছে। তাই টেনশন তৈরি করে তিনি মুসলমানদের বলতে চান, আমি তোমাদের সঙ্গে আছি।” তাঁর অভিযোগ, “টিএমসি’র লোকেরা চাইছে এটা হোক!” পুলিশও আক্রান্ত হয়ে বলে মন্তব্য করে পুলিশের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি। উত্তর দিনাজপুরে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে দিলীপবাবু বলেন, “যত পঞ্চায়েত নির্বাচন কাছে আসবে, টিকিটের ভাগ-বাঁটোয়ারা নিয়ে তৃণমূলের মধ্যে মারামারি কাটাকাটি লাগবে। দুষ্কৃতিকারীরা পার্টির নেতা হয়ে গেছে। এটাকে নিয়ন্ত্রণের ক্ষমতা তৃণমূলের কোনো নেতার হাতে নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেও নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেও এখন আর মানুষের আস্থা নেই তা এই সব ঘটনা দেখে বোঝা যাচ্ছে।”

নিশীথ প্রামাণিকের কনভয়ে মামলার ঘটনায় কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “মমতা ব্যানার্জি তাঁর সরকার বাঁচাতে, নেতা বাঁচাতে কোর্ট কাছারি করে বেড়াচ্ছেন। অথচ ডিএ, চাকরি নিয়ে যে ধর্ণা, আন্দোলন চলছে তার সমাধান করতে পারছেন না।” দিলীপ বলেন, “জাতীয় সঙ্গীত অবমাননা করেছেন বলে মুম্বাইয়েও ওনার নামে কোর্টে কেস হয়েছে। ওনারও রাহুল গান্ধীর মতো সদস্যপদ চলে যেতে পারে। তাই মুখ্যমন্ত্রী আগামীদিনে কে হবেন সেটা যেন ঠিক করে রাখেন।” দিলীপের কটাক্ষ, “দিল্লী যাওয়ার মুখ নেই। ওনার নেতারা দিল্লীতে চোর চোর আওয়াজ শুনছেন। কোন মুখে যাবেন! হিম্মত থাকলে ওখানে গিয়ে ধর্ণা দিতেন। উনি জানেন কেউ সঙ্গে নেই তাই যাননি।”

 

Leave a Reply