Abhishek Banerjee : দুবাই যেতে বাধা অভিষেকের স্ত্রীকে, বিমানবন্দরে আটকালো অভিবাসন দপ্তর

Abhishek Banerjee : দুবাই যেতে বাধা অভিষেকের স্ত্রীকে, বিমানবন্দরে আটকালো অভিবাসন দপ্তর

দুবাই যাওয়ার বিমান ধরার আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিমানবন্দরে আটকে দিল অভিবাসন দপ্তর। তাঁর সঙ্গে দুই সন্তানও ছিল। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেও বিমান ধরতে না পারায় তিনি সন্তানদের নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।

জানা গিয়েছে, দুবাইগামী বিমান ধরার জন্য সোমবার সকাল ৭ টা নাগাদ দুই সন্তানকে নিয়ে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হন অভিষেক-পত্নী রুজিরা। কিন্তু তাঁকে বিমান ধরতে দেয়নি অভিবাসন দপ্তর৷ সূত্রের খবর, অভিবাসন দপ্তরের বক্তব্য ইডি কর্তৃক রুজিরার নামে ‘লুক আউট’ নোটিশ জারি থাকায় তাঁকে বিমান ধরার অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে তৃণমূল সূত্রের অভিযোগ, সুপ্রিম কোর্ট অভিষেক এবং রুজিরাকে রক্ষাকবচ দিয়ে বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করেনি। এই ঘটনার প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের আইনের দ্বারস্থ হতে পারেন বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন:  Kurmi Arrest : ফের গ্রেপ্তার কুড়মি আন্দোলনকারী, পুলিশি অত্যাচারের অভিযোগ, ৬ জুন কুড়মি সমাবেশ

ইডি কয়লা পাচার মামলায় এর আগে একাধিকবার অভিষেক ও রুজিরাকে তলব করে জেরা করেছে। তাঁদের দিল্লি তলব করাও হয়েছিল৷ দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিলেও, রুজিরা কলকাতার সিজিও কমপ্লেক্সের দপ্তরে হাজিরা দিয়েছিলেন।

আরও পড়ুন:  Kurmi Arrest : রাজেশ মাহাতো সহ ৯ জনের ১৪ দিনের পুলিশি হেফাজত, সিবিআই তদন্তের দাবি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ