Howrah Station : বন্দে ভারত এক্সপ্রেসের প্ল্যাটফর্ম তৈরি থমকে, চলছে কেন্দ্র-রাজ্য তরজা

Howrah Station : বন্দে ভারত এক্সপ্রেসের প্ল্যাটফর্ম তৈরি থমকে, চলছে কেন্দ্র-রাজ্য তরজা

হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের জন্য প্ল্যাটফর্ম আধুনিকীকরণের কাজ থমকে। যা নিয়ে শুরু হয়েছে রাজ্য-কেন্দ্র তরজা। আটকে রয়েছে গতিশক্তি প্রকল্পের জন্য বরাদ্দ ৪৩ কোটি টাকা।

জানা গিয়েছে গতিশক্তি প্রকল্পের জন্য বরাদ্দ ৪৩ কোটি টাকা বরাদ্দ করে হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসে প্রবেশ ও প্রস্থানের সুবিধার জন্য এক নম্বর প্ল্যাটফর্মটিকে বিশেষ ভাবে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রেল। এক নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১৮০ মিটার থেকে বৃদ্ধি করা হবে ৬৩০ মিটার। যা বঙ্কিম সেতু ছাড়িয়ে যাবে৷ সেই সেতুর নীচে রেলের বেশকিছু বাতিল স্তম্ভ রয়েছে৷ সেগুলি তুলতে গেলে সেতুর নীচে ও উপরে নানান যন্ত্রাংশ বসানোর প্রয়োজন৷ সেজন্য বঙ্কিম সেতুর একাংশের যানচলাচল ২৫ দিন নিয়ন্ত্রণের জন্য রেলের তরফে চিঠি দেওয়া হয় সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রাজ্যের অধীন কেএমডিএ-কে।

রেলের তরফে অভিযোগ, চিঠি দেওয়ার পর ৬ মাস অতিক্রান্ত হলেও কেএমডিএ-র তরফে কোনো জবাব আসেনি। অন্যদিকে কেএমডিএ কর্তৃপক্ষের বক্তব্য, বঙ্কিম সেতুর যানচলাচল নিয়ন্ত্রণ করা হলে তীব্র যানজটের সৃষ্টি হবে৷ তাই অনুমতির জন্য নবান্নে বিষয়টি পাঠানো হয়েছে৷ কিন্তু নবান্ন থেকে এখনও বিষয়টি নিয়ে অনুমতি না মেলায় থমকে প্ল্যাটফর্ম আধুনিকীকরণের প্রকল্প।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ