TMC : তৃণমূল জাতীয় দলের তালিকা থেকে বাদ, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

TMC : তৃণমূল জাতীয় দলের তালিকা থেকে বাদ, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

নির্বাচন কমিশনের কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় দলের তকমা হারালো তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে বাম দল সিপিআই তথা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং শরদ পওয়ারের এনসিপি তথা ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি দল দু’টিও এখন আর জাতীয় দল নয়। জাতীয় দলের মর্যাদা পেয়েছে আম আদমি পার্টি তথা আপ।

নির্বাচন কমিশন ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসকে জাতীয় দলের স্বীকৃতি দিয়েছিল। নির্বাচন আইন অনুসারে জাতীয় দল হিসেবে স্বীকৃতি পেতে কোনো দলকে চারটি রাজ্যে ‘রাজ্য দল’ হতে হবে, লোকসভায় ৪টি রাজ্য থেকে ৬% ভোট পেতে হবে, লোকসভায় ৩টি রাজ্য থেকে অন্তত মোট আসনের ২% তথা ১১টি আসন জিততে হবে, সেই সঙ্গে পূর্বে বিজয়ী হওয়া লোকসভা আসনগুলির মধ্যে কমপক্ষে ৪টিতে পুনরায় জয়ী হিতে হবে। সেই শর্তপূরণ না হওয়াতেই জাতীয় দলের তকমা হারালো তৃণমূল৷

আরও পড়ুন:  Sabang : “বিজেপি আদিবাসীদের জাতের নামে বজ্জাতি করছে”, আক্রমণ তৃণমূলের

অন্যদিকে দিল্লির পর পঞ্জাবে ক্ষমতায় এসেছে আপ। বিধানসভা নির্বাচনে গুজরাট ও গোয়ায় প্রাপ্ত ভোট ৬% এর বেশি। সেই কারণে জাতীয় দল হিসাবে স্বীকৃতি পেয়েছে আপ। ফলে বর্তমানে দেশে জাতীয় দল হল ৬টি – বিজেপি, কংগ্রেস, আপ, সিপিএম, বিএসপি, এনপিপি৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ