মেদিনীপুরের চাঁদড়া হাই স্কুলে ‘পরীক্ষা নিয়ে চর্চা’ ও বিদ্যাসাগর হলে অঙ্কন প্রতিযোগিতা, ছিলেন দিলীপ ঘোষ

মেদিনীপুরের চাঁদড়া হাই স্কুলে 'পরীক্ষা নিয়ে চর্চা' ও বিদ্যাসাগর হলে অঙ্কন প্রতিযোগিতা, ছিলেন দিলীপ ঘোষ

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া হাই স্কুলে অনুষ্ঠিত হল ‘পরীক্ষা নিয়ে চর্চা’ কর্মসূচি ও বিদ্যাসাগর হলে অঙ্কন প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীদের উৎসাহ, মনোবল বাড়াতে এই অনুষ্ঠান।

আরও পড়ুন:  তৃণমূল ছেড়ে কংগ্রেসে বহু নেতা-কর্মী, দাসপুরে উল্টো পুরাণ

আগামী ২৭ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরীক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলবেন। তার আগে পরীক্ষার পূর্বে ছাত্র-ছাত্রীদের উৎসাহ, মনোবল বাড়ানোর জন্য অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন ছাত্র ছাত্রী।

একই দিনে শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা। সেখানেও উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিদ্যাসাগর বিদ্যাপীঠ বয়েজ ও গার্লস, কলেজিয়েট বয়েজ ও গার্লস, চার্চ বয়েজ ও গার্লস স্কুল, রামকৃষ্ণ মিশন, টেকনো ইন্ডিয়া মিলিয়ে মোট ২৪ টি স্কুলের প্রায় ৬০০ জন ছাত্র ছাত্রী অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ