Kharagpur : জাতীয় সড়ক হবে খড়গপুর থেকে শিলিগুড়ি, জমি অধিগ্রহণের আগে শুরু শুনানি

Kharagpur : জাতীয় সড়ক হবে খড়গপুর থেকে শিলিগুড়ি, জমি অধিগ্রহণের আগে শুরু শুনানি

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণ করতে চলেছে দেশের ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ। সেই মর্মে জমি অধিগ্রহণের প্রাথমিক পর্যায়ে জমি মালিকদের তলব করা হচ্ছে শুনানিতে। কেন্দ্রীয় সরকারের ভারতমালা প্রকল্পের এই প্রস্তাবিত জাতীয় সড়ক পশ্চিম মেদিনীপুর থেকে শিলিগুড়ি যাতায়াতের সময় কমিয়ে দিতে চলেছে প্রায় ৫ ঘন্টারও বেশি।

বর্তমানে সাধারণত পশ্চিম মেদিনীপুর থেকে উত্তরবঙ্গ যেতে ঝাড়খন্ড, ওড়িশা থেকে আসা সড়কপথের গাড়িগুলি কলকাতাকে ছুঁয়ে যায়। প্রস্তাবিত সড়কের মাধ্যমে ২৩৪ কিমি দীর্ঘ চার লেনের জাতীয় সড়ক খড়গপুর থেকে গিয়ে সংযুক্ত হবে বর্ধমানের মোড়গ্রামে। ফলে এক ধাক্কায় কমে যাবে উত্তরবঙ্গ যাতায়াতের সময়। প্রস্তাবিত এই জাতীয় সড়কের জন্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া জমি অধিগ্রহণ করতে চলেছে।

আরও পড়ুন:  Dilip Ghosh: “পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দেখাই করেন না”, গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের

প্রস্তাবিত সড়কটির জন্য প্রাথমিক ভাবে ১৫ হাজার হেক্টর জমি অধিগ্রহনের প্রয়োজন হবে পশ্চিম মেদিনীপুরে। তার বেশিরভাগ অংশটি কৃষিজমি। খড়গপুর থেকে কংসাবতী নদী অতিক্রম করে এই রাস্তা মেদিনীপুর সদর, কেশপুর, চন্দ্রকোনা, সমুদ্রগড়, নারায়নপুর হয়ে বর্ধমানে যাবে। সড়কের জন্য কংসাবতী নদীর উপর প্রস্তুত হবে নতুন সেতু। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জমি অধিগৃহিত হবে চন্দ্রকোনার দুটি ব্লকের ৩৬ টি মৌজা, মেদিনীপুর সদরের ১৩ টি মৌজা, খড়গপুর ২ ব্লকের ৮টি মৌজায়। জমির মালিকদের দেওয়া হবে নির্ধারিত ক্ষতিপূরণ। ২০২৩ সালে প্রকল্পের কাজ সমাধা করার লক্ষ্যমাত্রা নিয়ে মোট ১২ হাজার কোটি টাকার প্রকল্প-খরচ নির্দিষ্ট করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ