Elephant Attack: ফের হাতির আক্রমণ, ফের মৃত্যু! জঙ্গলমহলে বাড়ছে ক্ষোভ

Elephant Attack: ফের হাতির আক্রমণ, ফের মৃত্যু! জঙ্গলমহলে বাড়ছে ক্ষোভ

একের পর এক হাতির আক্রমনের ঘটনা। ত্রস্ত হয়ে উঠেছে জঙ্গলমহল। বুধবারের পর ফের শুক্রবার। ফের হাতির আক্রমণ ফের মৃত্যু। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ হাতির আক্রমণে ঝাড়গ্রামের বিট বিড়িহাঁন্ডী, রেঞ্জ লোধাশুলীর ২২ নম্বর ড্রেনের সামনে এক মহিলার মৃত্যু ঘটেছে।

বুধবার রাতে হাতির হামলায় ঝাড়গ্রাম শহর লাগোয়া এলাকায় এক মহিলা সহ তিন জনের মৃত্যু হয়, আহত হন দুই জন। ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। বিগত কয়েক মাসে জঙ্গলমহলের একাধিক এলাকায় হাতির হামলায় বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষেতের ফসল বাগান নষ্ট হয়েছে, ঘর থেকে খাদ্যদ্রব্য লুঠ হয়েছে, সেই সঙ্গে মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে অগুনতি। বন বিভাগের বিরুদ্ধে জঙ্গলমহলবাসীর অভিযোগ, আধিকারিকরা হাতির আক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন না। স্বভাবতই বাড়ছে ক্ষোভ।

আরও পড়ুন:  Jhargram: লোধাশুলির রাস্তায় বরিয়ার কাছে বাস দুর্ঘটনা, আহত বহু, ঘটনাস্থলে মহকুমা শাসক

ইতিমধ্যে গতকাল, বৃহস্পতিবার হাতির আক্রমণ থেকে জঙ্গলমহলবাসীর ধন-প্রাণ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে ঝাড়গ্রামের দুবরাজপুরে প্রায় ৮ ঘন্টা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এরমধ্যেই শুক্রবার ফের হাতির আক্রমণের ঘটনা। মৃত মহিলা লক্ষ্মী মাহাতো নেদাবহড়া গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। এলাকাবাসীর ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন:  ঝিটকায় মেদিনীপুর-লালগড় সড়কে অবরোধ, হাতির হামলার ক্ষতিপূরণ সহ একাধিক দাবি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ