‘স্বামীকে শেষবার দেখে নে’, সিবিআই-এর হুমকির বিস্ফোরক অভিযোগ লালনের স্ত্রীর

'স্বামীকে শেষবার দেখে নে', সিবিআই-এর হুমকির বিস্ফোরক অভিযোগ লালনের স্ত্রীর

সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে বীরভূমের বগটুই-এর ঘটনার মূল অভিযুক্ত লালন শেখের। এবার সিবিআই এর তদন্তকারীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন লালনের স্ত্রী রেশমা বিবি। তাঁর অভিযোগ, সোমবার লালনকে নিয়ে বগটুই গ্রামে এসে “স্বামীকে শেষবার দেখে নে” বলে হুমকি দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সেই সঙ্গে তাঁকেও মারধরের পাশাপাশি মামলা সেটল করার জন্য ৫০ লক্ষ টাকা চাওয়া হয়েছিল বলেও অভিযোগ রেশমার। সেই মর্মে তিনি সিবিআই এর বিরুদ্ধে মঙ্গলবার রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন:  সিবিআই হেফাজতে ‘রহস্য মৃত্যু’ বগটুই ঘটনার মূল অভিযুক্ত লালন শেখের

বগটুইকাণ্ডের সিবিআই এর তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে রেশমার অভিযোগ, “আমাকে গতকাল সিবিআই বলে এসেছে, ‘তোর স্বামী তো শেষ। তুইও আত্মহত্যা করে নিস।’ এ কথা বলেছে সিবিআইয়ের বিলাস এবং ভাস্কর। আমাকে আরও বলেছে, ‘তোর জীবন শেষ করে দেব। তোর স্বামীকে আজ মারব।’ আমাকেও বোলপুরে নিয়ে যাওয়ার চক্রান্ত করেছিল। কিন্তু এক জন বাধা দিয়েছিল।” রেশমার প্রশ্ন, “বিকেলে ওকে মেরে শৌচাগারে ঝুলিয়ে দিয়েছে। যে শৌচাগারে ওর দেহ পাওয়া গিয়েছে, সেখানে এক জন দাঁড়ালে মাথা ঠেকে যাবে। সেখানে আমার স্বামীর ঝুলন্ত দেহ কী ভাবে পাওয়া গেল!”

আরও পড়ুন:  সিবিআই হেফাজতে ‘রহস্য মৃত্যু’ বগটুই ঘটনার মূল অভিযুক্ত লালন শেখের

রেশমার অভিযোগ, “আমাকে সিবিআইয়ের রাহুল, বিলাস, ভাস্কর মারধর করেছে। আমাকে ঘাড়ে, পিঠে, পায়ে মেরেছে। আমাকে ওরা বলেছিল, ‘তোর স্বামীকে শেষ বার দেখে নে। আজ তোর স্বামী শেষ। আমরা তোর স্বামীর খেলা খেলে দেব আজকে।’’’ সিবিআই আধিকারিকরা তাঁর কাছে ৫০ লক্ষ টাকা চেয়েছিল বলেও দাবি মৃত লালনের স্ত্রীর৷ সিবিআই হেফাজতে লালনের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁর পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ