Medinipur : সিভিল সার্ভিসের প্রস্তুতি স্টাডি সেন্টার, উদ্বোধন মুখ্যসচিবের

Medinipur : সিভিল সার্ভিসের প্রস্তুতি স্টাডি সেন্টার, উদ্বোধন মুখ্যসচিবের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যের শিক্ষার্থীদের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য স্টাডি সেন্টার তৈরি শুরু করবে রাজ্য সরকার। সেই ঘোষণা মতোই শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুরে সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের ভার্চুয়াল উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

আরও পড়ুন:  ভোট তো পরের কথা! প্রচারে যেতেই তৃণমূলের প্রার্থীকে ঘিরে বিক্ষোভ

২০২৪ সালের সিভিল সার্ভিস পরীক্ষার জন্য সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে প্রস্তুতি নেওয়া যাবে। এইদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলি কাদরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং অন্যান্য সরকারি আধিকারিকরা। আধিকারিকরা এদিন শিক্ষার্থীদের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে পরামর্শ দেন ও অনুপ্রাণিত করেন। শিক্ষার্থীদের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির বই প্রদান করা হয়। আধিকারিকদের জেলাশাসক বলেন, শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়ে সাহায্যের জন্য। এর ফলে জেলার সিভিল সার্ভিস পরীক্ষার্থীরা উপকৃত হবেন।

আরও পড়ুন:  মেদিনীপুর লোকসভায় পিছিয়ে বিজেপি 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ