Medinipur : “মেদিনীপুরে গণতন্ত্র নেই”, মুখ্যমন্ত্রী ও পুলিশ সুপারকে কটাক্ষ শুভেন্দুর

Medinipur : "মেদিনীপুরে গণতন্ত্র নেই", মুখ্যমন্ত্রী ও পুলিশ সুপারকে কটাক্ষ শুভেন্দুর

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুরে জগধাত্রী পুজোর উদ্বোধন করতে এসে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। “মেদিনীপুর শহরে গণতন্ত্র নেই”, বলেও মন্তব্য করেন তিনি।

মেদিনীপুরে একাধিক জগধাত্রী পূজার উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। তিনি মন্তব্য করেন, “মেদিনীপুরে কোন ডেমোক্রেসি নেই!” কেরানিতলার হিন্দু যুবা বাহিনীর জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করার পর সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। বলেন, “পশ্চিম মেদিনীপুরে ডেমোক্রেসি নেই। এখানে এক হোটেল মালিক রয়েছেন, যাঁর হোটেলে বিজেপি নেতারা টাকা দিয়ে থাকার জন্য হোটেল বন্ধ করেছে পুলিশ। সেই হোটেল মালিক কাঁদতে কাঁদতে একদিন অভিযোগ জানিয়েছেন।”

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

জেলার পুলিশ সুপারকে কটাক্ষ করে বিরোধী দলনেতার মন্তব্য, “এখানে ধৃতিমান সরকার নামে একজন পুলিশকে পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এক প্রকার হুমকি দিয়ে বলেন, ‘আগের মতন যদি তিনি ব্যবসা করতে চান তাহলে তার ইতিহাস ভয়ংকর হবে।’ এটা বিপ্লবী শহর মেদিনীপুরের মাটি। এখানে অত্যাচারীরা চিরদিন হেরেছে।” মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “এখন মমতা ব্যানার্জি ছবি আঁকেন না কেন? যে ছবিগুলো দেড় কোটি, দু কোটি টাকায় বিক্রি হয়! তাহলে তাকে চোর বলবে না তো সাধু বলবে! এখানে ল অ্যান্ড অর্ডার সব খতম হয়ে গেছে, পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে গেছে।”

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ