Jhargram: “আমাদের টাকা ফিরিয়ে দাও নাহলে জিএসটি বন্ধ করে দাও”, হুঙ্কার মমতার

Jhargram: "আমাদের টাকা ফিরিয়ে দাও নাহলে জিএসটি বন্ধ করে দাও", হুঙ্কার মমতার

মঙ্গলবার বেলপাহাড়িতে বীরসা মুন্ডার জন্মজয়ন্ততীর অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রের প্রতি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঙ্কার, “আমাদের টাকা আমাদের ফিরিয়ে দাও নাহলে জিএসটি বন্ধ করে দাও।”

নিজের বক্তব্যে এইদিন কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কেন্দ্র আমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে যায় সেই টাকা আমরা পাই। জিএসটি নামেও টাকা তুলে নিয়ে যাচ্ছে। একশো দিনের টাকা কেন্দ্র আমাদের দিচ্ছে না। এই টাকা আমাদের প্রাপ্য। সেই টাকা দিচ্ছে না কেন্দ্র। আগে রাজ্য সরকার ট্যাক্স নিত। এখন কেন্দ্র একটাই ট্যাক্স নেয়। আপনি নুন কিনছেন, শাড়ি কিনছেন, জিএসটি দিতে হচ্ছে। সেই ট্যাক্স থেকে আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না। একশো দিনের কাজের প্রাপ্য টাকা দিচ্ছে না। এক বছর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনিয়ে কথা বলে এসেছি। এবার কি পায়ে ধরতে হবে।” মুখ্যমন্ত্রী হুশিয়ারি দেন, “আমাদের টাকা আমাদের ফিরিয়ে দাও নাহলে জিএসটি বন্ধ করে দাও। একশো দিনের টাকা না দিলে সহ্য করবে না গরিব মানুষ।”

আরও পড়ুন:  Belpahari: আদিবাসীদের ক্ষোভের সম্মুখীন মুখ্যমন্ত্রী, দিলেন আশ্বাস

মমতা আরও বলেন, “আমাকে বলে কিনা সব টাকা বন্ধ করে দেব। আমরাও তো সব টাকা বন্ধ করে দিতে পারি। কেন তোমাকে টাকা দিতে যাব।” তিনি বলেন, “মানুষের জন্য দেশ। নেতার জন্য দেশ নয়। একশো দিনের টাকা ফেরত দাও নইলে গদি ছেড়ে দাও।” রাজ্য সরকার জঙ্গলমহলে প্রভূত উন্নতি করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “১১ বছর ধরে আদিবাসী মানুষকে ১৮ লক্ষ কাস্ট সার্টিফিকেট, ৩ লক্ষ জয় জোহর সুবিধা দেওয়া হয়েছে। আমরা যখন ক্ষমতায় আসি কেন্দু পাতা ৪৬ টাকা ছিল। এখন ১৭০ টাকায় নিয়ে গিয়েছি।”  ঝাড়গ্রাম, আরামবাগ, বারাসত, তমলুক , জলপাইগুড়ি, উলুবেডিয়া মেডিক্যাল কলেজে ক্লাস শুরু হয়ে গেল বলেন জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:  Jhargram: “তৃণমূলের ডিএনএ-তে গন্ডগোল, ডিএনএ অসম্মানের”, আক্রমণ সুকান্ত মজুমদারের

বক্তব্যে বীরসা মুন্ডার জীবনের সংগ্রামের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, “বীরসা মুন্ডা তাঁর জীবনে আপোসহীন সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন। মাত্র ১৯ বছর বয়সে আদিবাসীদের অধিকার রক্ষার জন্য তিনি যে আন্দোলন করেছিলেন তা আপনারা সারাজীবন মনে রাখবেন। রাস্তায় নেমে আদিবাসীদের জন্য লড়াই করেছিলেন বীরসা মুন্ডা। তাঁকে ২ বছর জেলে রেখেছিল ব্রিটিশরা। মাত্র ২৫ বছর বয়সে কারাগারে তাঁর মৃত্যু হয়।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ