Medinipur : বাসে কম্পিউটার প্রশিক্ষণ, মহিলাদের স্বনির্ভর হওয়ার পাঠ, সৌজন্যে ডালমিয়া কর্তৃপক্ষ

Medinipur : বাসে কম্পিউটার প্রশিক্ষণ, মহিলাদের স্বনির্ভর হওয়ার পাঠ, সৌজন্যে ডালমিয়া কর্তৃপক্ষ

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

বাসের ভিতরেই সাজানো একের পর এক কম্পিউটার ও চেয়ার, উপস্থিত প্রশিক্ষক, চলছে কম্পিউটার প্রশিক্ষণ! পোশাকি নাম ‘ওয়ার্ল্ড অন হুইলস’, চার চাকার দুনিয়া! পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামগুলিতে ছাত্রছাত্রীদের জন্য এই অভিনব প্রশিক্ষণ চলছে বিগত দুই বছর ধরে। এছাড়াও গ্রামগুলির মহিলাদের স্বনির্ভর করে তুলতে চলছে বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ। সৌজন্যে ডালমিয়া সিমেন্ট ভারত লিমিটেড।

২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় শালবনীর গোদাপিয়াশালে ডালমিয়া সিমেন্ট কারখানার উদ্বোধন করেন। কর্মসংস্থানের পাশাপাশি প্রত্যন্ত এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে ও এলাকার ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ দিতে উদ্যোগ নেয় ডালমিয়া কর্তৃপক্ষ। ২০১৯ সালের শেষদিকে চালু হয় ওয়ার্ল্ড অন হুইলস। কিন্তু করোনা অতিমারির কারণে তা ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত বন্ধ থাকার পর ফের চালু হয়। এরপর ২ বছর ধরে মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গোদাপিয়াশাল, কাশিজোড়া, বেঁউচা সহ প্রায় ৩৯টি গ্রামের প্রায় ৮০০ জন পড়ুয়া বিভিন্ন কম্পিটার কোর্স শেষ করেছেন।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

সেই সঙ্গে কারখানা-পার্শ্ববর্তী গ্রামগুলির মানুষদের জীবন-জীবিকার উন্নয়ন ও মহিলাদের স্বনির্ভর করার চেষ্টাও করছে কারখানা কর্তৃপক্ষ। বিভিন্ন গ্রামে শোলার পাম্প বসিয়ে জলের সমস্যা মেটার চেষ্টা হচ্ছে। এলাকার মহিলাদের মাদুর তৈরি, মোমবাতি তৈরি, মাশরুম চাষ সহ বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এলাকার মানুষের মধ্যে আত্মনির্ভরশীলতা বৃদ্ধির জন্য কারখানা কর্তৃপক্ষ উদ্যোগী বলে বুধবার বিজয়া সম্মিলনীর সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কোম্পানির ইউনিট হেড পঙ্কজ গুপ্তা।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ