Elephant Attack: হাতিকে উত্যক্ত করার জের, আছাড়ে মৃত্যু এক ব্যক্তির

Elephant Attack: হাতিকে উত্যক্ত করার জের, আছাড়ে মৃত্যু এক ব্যক্তির

হাতি দেখলেই উত্যক্ত করা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে৷ বন দফতরের তরফে বিভিন্ন সময়ে মানুষকে সতর্ক করা হয়েছে। কিন্তু সুবুদ্ধির উদয় যে ঘটেনি, শুক্রবার তারই সাক্ষী থাকলো পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার দুধপুতরী গ্রাম। আপাত শান্ত ও স্থানীয় ভাবে পরিচিত এক হাতির আছাড়ে মৃত্যু হল এক ব্যক্তির৷

আরও পড়ুন:  Dilip Ghosh: “ডিসেম্বর আসুক কিছু তো হবেই”, সত্য সাঁই বাবার জন্মদিনে খড়গপুর এসে বললেন দিলীপ

মেদিনীপুরঝাড়গ্রামের জঙ্গলসংলগ্ন গ্রামগুলিতে ঘুরে বেড়ায় একটি বিশাল দেহী শান্ত স্বভাবের দাতাল, ‘রামলাল’। নিজের শান্ত স্বভাবের জন্যই জঙ্গলমহলের মানুষের কাছে বিশেষ পরিচিত সে৷ কিন্তু মানুষজনের ব্যবহারে অবশেষে তারও ধৈর্য্যচ্যুতি ঘটলো। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার দুধপুতরী গ্রামে তার পিছনে গিয়ে উত্যক্ত করছিলেন গ্রামবাসীরা। চলছিল চিৎকার, আওয়াজ, ক্যামেরায় ছবি ভিডিও তোলা। অতি উৎসাহী অনেকে তার ল্যাজও স্পর্শ করতে যান। এই অবস্থায় শান্ত হিসেবে পরিচিত ‘রামলাল’ আচমকাই পিছনে ঘুরে আক্রমণ করতে আসে। এক ব্যক্তিকে সামনে পেয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মাধব মল্ল (৫২) নামে ঐ ব্যক্তির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ