হিরনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দেবের

হিরনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দেবের

পশ্চিম মেদিনীপুরের হাইভোল্টেজ কেন্দ্র ঘাটাল। দু’ই অভিনেতার মুখোমুখি লড়াই। রাজ্যের শাসক দল প্রার্থী করেছে বিদায়ী সাংসদ দেব কে। অপর দিকে বিজেপি প্রার্থী করেছে খড়গপুরের বিধায়ক হিরন কে।

প্রচারে নেমে একাধীকবার দেবকে আক্রমন করেছে হিরন। রামনমবীর দিনেও একে অপরকে আক্রমন করে। হিরনকে আক্রমন করতে গিয়ে দেব বলেন ‘ হিরনকে দেখে আমার কষ্ট হয়।’ হঠাৎ করে হিরনকে নিয়ে এমন কেনো বললেন তৃনমূল প্রার্থী দেব?

রাম মন্দিরে পুজো দিয়ে, রামনবমী পালন করে প্রচার শুরু করে তৃনমূল প্রার্থী দেব। দেন জয় শ্রীরাম স্লোগান। তা নিয়েই দেবকে কটাক্ষ করে হিরন বলেন ‘ভোটের জন্য এঁরা ধর্ম পাল্টে ফেলে। যখন যে ধর্মে ভোট পাবে তখন সেখানে ঢুকে যায়।’ বিজেপি প্রার্থীর এমন মন্তব্য শুনে দেব বলেন ‘ভগবান রাম কি বিজেপির পতাকা হাতে নিয়ে জন্মেছিলেন?’ তিনি আরও বলেন, ‘জনপ্রতিনিধিদের একটাই ধর্ম হওয়া উচিত মানব ধর্ম।’

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 14/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

দেবের বিরুদ্ধে দুর্নীতিঅভিযোগ উঠে। ভাইরাল হয় একটি অডিও ক্লিপ। ওই অডিও ক্লিপে কাটমানি নেওয়ার অভিযোগ উঠে দেবের বিরুদ্ধে। সেই অডিও ক্লিপে হাতিয়ার করেই দেবকে তিব্র আক্রমন করে হিরন বলনে ‘ঘাটাল লোকসভায় বিশাল দুর্নীতি। তিনটে জায়গা থেকে তিনি ইস্তফা দিয়েছেন ভোটের আগে। কী কারণ? তিনটে জায়গার ৪৪ টি চাকরি বিক্রি করেছেন। এখন ধরা পড়ে যাওয়ার ভয়, যে হিরন চলে এসেছে, একটা একটা করে ফাঁস করে দেবে।’ এই অভিযোগের পাল্টা দিতে গিয়েই তৃনমূল প্রার্থী বলেন ‘হিরনকে দেখে আমার মাঝে মাঝে খুব কষ্ট হয়। নিজেই বলে নিজেই শোনে।’

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ