শুভেন্দুর পর মিঠুন চক্রবর্তী কে “গাদ্দার” আখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়

শুভেন্দুর পর মিঠুন চক্রবর্তী কে "গাদ্দার" আখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়

শুভেন্দু অধিকারীর পর এবার বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করলেন মমতা। ইসলামপুরের নির্বাচনী সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, “ওকে রাজ্যসভার সাংসদ করেছিলাম। ও এত বড় গদ্দার আমি জানতাম না।”

মহাগুরু’ মিঠুন চক্রবর্তী নিজে ভোটে না-দাঁড়ালেও, বিধানসভা ভোটের মতোই এ বারের লোকসভা নির্বাচনে তিনি বিজেপির তারকা প্রচারক ৷ উত্তরবঙ্গে প্রথম দফার নির্বাচনের আগে জোরকদমে প্রচারও শুরু করে দিয়েছেন তিনি ৷ বৃহস্পতিবার ইসলামপুরের প্রচারসভা থেকে এ প্রসঙ্গে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোট করানোর জন্য ফিল্মস্টার থেকে মিনিস্টার সবাইকে আনছে ৷”

আরও পড়ুন:  TMC Manifesto: নির্বাচনে জিততে দিদির ১০ শপথ, প্রতিশ্রুতির বন্যা তৃণমূলের

এরপরই বিজেপির স্টার ক্যাম্পেইনারের নাম করে সরাসরি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, “এই মিঠুনকে আমি রাজ্যসভার সাংসদ করেছিলাম ৷ জানতাম না ও এত বড় গদ্দার ৷ ও নিজের ছেলেকে বাঁচানোর জন্য আরএসএস অফিসে মাথা নিচু করে দিয়েছে ৷”

এ প্রসঙ্গে অতীত মনে করিয়ে দিয়ে মমতা বলেন, “আপনাদের মনে পড়ে, ওঁর ছেলেকে ধরেছিল ৷ বিয়ের পিঁড়িতে গিয়ে হানা দিয়েছিল । সেইসময় নিজের ছেলেকে বাঁচাতে গদ্দার সোজা চলে গেল আরএসএস অফিসে । ওখানে গিয়ে বলছে, আমি বিজেপির সেবক আছি ।” মমতার কথায়, “যারা দোআঁশলা, যারা ভয় পায়, যারা জীবনযুদ্ধ লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না ৷”

আরও পড়ুন:  Lok Sabha 2024 : তৃণমূলের খেলা শেষ, বাংলায় বড় জয় বিজেপির, বলছে সমীক্ষা

উল্লেখ্য, 2020 সালে মিঠুন চক্রবর্তী ও অভিনেত্রী যোগিতা বালির ছেলে মহাক্ষয় চক্রবর্তী (মিমো)র বিরুদ্ধে মুম্বইয়ের ওশিয়ারা থানায় ধর্ষণের অভিযোগ এফআইআর দায়ের হয়েছিল ৷ অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছিলেন যে, 2015 সাল থেকে মিমোর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল । বিয়ের কথাবার্তাও হয়ে গিয়েছিল । বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেই মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন মিমো ৷ এরপর অভিযোগকারিণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, মিমো জোর করে তাঁর গর্ভপাত করিয়ে দেন বলে অভিযোগ ।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ