Jhargram : স্পঞ্জ ও সিমেন্ট কারখানার দূষণের বিরুদ্ধে নাগরিক উদ্যোগ, পরিবেশ দিবসে পদযাত্রা

Jhargram : স্পঞ্জ ও সিমেন্ট কারখানার দূষণের বিরুদ্ধে নাগরিক উদ্যোগ, পরিবেশ দিবসে পদযাত্রা

৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সারা বিশ্ব জুড়ে ক্রমশ থাবা বসাচ্ছে অনিয়ন্ত্রিত দূষণ। বাতাসে গ্রীন হাউস গ্যাসের প্রভাব বৃদ্ধিই এখন বিশ্ব উন্নয়নের মাপকাঠি। ফলাফল বিশ্ব উষ্ণায়ন, মেরু-বরফের গলে যাওয়া, সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি, ওজন স্তরের ক্ষতি, পরিমন্ডলে ক্ষতিকর গ্যাসের প্রভাব বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পৃথিবীর প্রথম দশটি অর্থনীতির মধ্যে থাকা আমাদের দেশ ভারত এখন দ্রুত উন্নয়নশীল দেশগুলোর প্রথম সারিতে। ফলে উন্নয়নের সাথে পাল্লা দিয়ে পরিবেশ ধ্বংসের যজ্ঞও চলছে সমারোহে। তারই বিরুদ্ধে পথে নামছেন সচেতন মানুষেরা। জনমানসে ছড়িয়ে দিতে চাইছেন পরিবেশ নিয়ে সচেতনতার বার্তা। বিশ্ব পরিবেশ দিবসে সেই উদ্যোগেই সামিল হলেন ঝাড়গ্রামের নাগরিক সমাজ। দূষণের বিরুদ্ধে বার্তা দিয়ে পদযাত্রা করলেন তাঁরা।

আরও পড়ুন:  Jhargram: “আমাদের টাকা ফিরিয়ে দাও নাহলে জিএসটি বন্ধ করে দাও”, হুঙ্কার মমতার

রবিবার পরিবেশ দিবসে প্ল্যাকার্ড পোস্টার হাতে চিচুরগেরিয়া থেকে জিতুশোল পর্যন্ত পদযাত্রা হল ঝাড়গ্রাম নাগরিক উদ্যোগে। পদযাত্রার মাধ্যমে ঝাড়গ্রামের জিতুশোলে স্পঞ্জ কারখানা ও সিমেন্ট কারখানার দূষণের বিরুদ্ধে প্রতিবাদ জানান তাঁরা। জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও জঙ্গল রক্ষার দাবিও জানানো হয়। আবেদন করা হয় পরিবেশকে সুস্থ, সুন্দর করে তোলার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ