Anubrata Mondal: “কেষ্টা বেটাই চোর”, আমূলের বিজ্ঞাপনে রবি ঠাকুরের লাইনের লক্ষ্য কি ‘অনুব্রত’! উঠছে প্রশ্ন

Anubrata Mondal: "কেষ্টা বেটাই চোর", আমূলের বিজ্ঞাপনে রবি ঠাকুরের লাইনের লক্ষ্য কি 'অনুব্রত'! উঠছে প্রশ্ন

রবীন্দ্রনাথ ঠাকুর পুরাতন ভৃত্য কবিতার শেষ লাইন এবং জন্মাষ্টমীর সকালে কৃষ্ণঠাকুরকে উদ্দেশ্য করে আমূল মাখনের বিজ্ঞাপন। দুইয়ে মিলে বিতর্কের সঙ্গে হাসির রোল রাজ্য রাজনীতিতে। আপাত নিরীহ যে লাইনটি বিজ্ঞাপনে ব্যবহৃত হয়েছে তা হল, “কেষ্টা বেটাই চোর!” রাজনৈতিক ব্যক্তিত্বদের মুচকি হাসির সঙ্গে কটাক্ষ, এই বিজ্ঞাপনের প্রচ্ছন্ন ইঙ্গিত গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়া বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল।

সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মন্ডল। তারপরেই সংবাদ মাধ্যমের কল্যানে বিভিন্ন অসমর্থিত সূত্রে তাঁর বিপুল সম্পত্তির হদিস উন্মোচিত হয়েছে। গ্রেপ্তার হওয়ার পরে তাঁকে জনতা ও বিরোধীদের কাছে ‘চোর’ কটাক্ষ হজম করতে হয়েছে। এমনকি বাদ যাননি তার কন্যাও। টেট পাশ নিয়ে কলকাতা হাইকোর্টে চাকরি সংক্রান্ত দুর্নীতি মামলায় জমা পড়া হলফনামার পর সুকন্যা মন্ডলকে ডেকে পাঠায় হাইকোর্ট। হাজিরা দিতে কলকাতা হাইকোর্টে এসে ‘চোরের মেয়ে’ কটাক্ষ শুনতে হয় অনুব্রত-কন্যাকে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের রাজনৈতিক মহলে অনুব্রত তাঁর ‘কেষ্ট’ ডাকনামেই প্রসিদ্ধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্যে তাঁকে ‘কেষ্ট’ বলেই সম্বোধন করেন।

অন্যদিকে ননীচোর হিসেবে পৌরাণিক গল্পে কেষ্টঠাকুর প্রসিদ্ধ। আজ জন্মাষ্টমী। মাখন ও কেষ্টঠাকুরের জন্মাষ্টমীকে মিলিয়ে বিখ্যাত বাটার প্রস্তুতকারক সংস্থা আমূলের বিজ্ঞাপন, “কেষ্টা বেটাই চোর!” রবি ঠাকুরের এই লাইন সেই প্রসঙ্গে আপাত নিরীহ হলেও রাজ্যের বর্তমান রাজনৈতিক আবহে সেটিকে আসলে ‘কেষ্ট’ হিসেবে প্রসিদ্ধ ‘অনুব্রত মন্ডল’এর দিকেই কটাক্ষ নির্দেশ করছে বলে অভিমত অনেকের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ