খড়গপুরে উড়ালপুলের উদ্বোধন দিলীপের, নামকরণ ‘চাচাজী’ জ্ঞান সিং সোহনপালের নামে করার প্রস্তাব

খড়গপুরে উড়ালপুলের উদ্বোধন দিলীপের, নামকরণ 'চাচাজী’ জ্ঞান সিং সোহনপালের নামে করার প্রস্তাব

খড়গপুরে বহু প্রতীক্ষিত গিরি ময়দান উড়ালপুলের উদ্বোধন করলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেই সঙ্গে উড়ালপুলের নামকরণ নামকরণ ‘চাচাজী’ জ্ঞান সিং সোহনপালের নামে করার প্রস্তাব দেন তিনি।

চাচাজী নামে পরিচিত জ্ঞান সিং সোহনপালে খড়গপুরের ১০ বারের বিধায়ক ছিলেন। কংগ্রেস আমলে হয়েছিলেন মন্ত্রী এবং বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব সামলেছেন বাম আমলে। ২০১৬ সালে তাঁকে পরাজিত করেই খড়গপুরের (সদর) কেন্দ্রের বিধায়ক হন বিজেপি’র দিলীপ ঘোষ। এরপর ২০১৭ সালে ৯২ বছর বয়সে প্রয়াত হন চাচাজী৷ ১১ জানুয়ারি তাঁর ৯৯-তম জন্মদিবসের অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

আরও পড়ুন:  স্কুলে স্কুলে রুবেলা হামের ভ্যাকসিন, দেওয়া হল ঝরিয়া জুনিয়র হাই স্কুলেও

এইদিন উড়ালপুলের উদ্বোধনের পর দিলীপবাবু জানান, “রেলওয়ে কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছি, এই উড়ালপুলের নামকরণ করা হোক চাচাজি’র নামে। নাম রাখা হোক জ্ঞান সিং ফ্লাইওভার।” তিনি অনুষ্ঠানে জানান, “আমিও নির্দিষ্ট দপ্তরে চিঠি দেবো।রেলের তরফে ডিআরএম এম.এস হাসমি সেই প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন।”

আরও পড়ুন:  ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! কেশপুর কলেজে শিউলি সাহাকে ঘিরে বিক্ষোভ

রিপোর্ট- অর্পণ ভট্টাচার্য্য, পশ্চিম মেদিনীপুর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ